Saline-Death: ‘ব্ল্যাক লিস্টে’ থাকা স্যালাইন শরীরে যেতেই মৃত্যু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চাঞ্চল্যকর রিপোর্ট
Saline-Death: শুক্রবারই স্বাস্থ্য দফতরের একটি টিম যাওয়ার কথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রিন্সিপাল মৌসুমী নন্দীকে পুরো বিষয় নিয়ে প্রশ্ন করা হলেও কার্যত গোটা বিষয়ে এড়িয়ে গিয়েছেন তিনি।
![Saline-Death: 'ব্ল্যাক লিস্টে' থাকা স্যালাইন শরীরে যেতেই মৃত্যু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চাঞ্চল্যকর রিপোর্ট Saline-Death: 'ব্ল্যাক লিস্টে' থাকা স্যালাইন শরীরে যেতেই মৃত্যু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চাঞ্চল্যকর রিপোর্ট](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-Saline.jpg?w=1280)
মেদিনীপুর: স্যালাইনেই বিপদ! ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এক প্রসূতির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, স্যালাইনেই কি লুকিয়ে ছিল বিপদ? এই ঘটনায় বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনের টিমও। এরই মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, নিম্নমানের স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে প্রসূতিদের।অধ্যক্ষের রিপোর্ট পেয়ে রাজ্যের সবক’টি হাসপাতালে অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেখানে যেখানে এই স্যালাইন স্টকে আছে, তা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্ন হল, যে স্যালাইন এই মেডিক্যাল কলেজে ব্যবহার করা হয়েছে, তা অনেক আগেই কালো তালিকায় ফেলা হয়েছিল। এই স্যালাইনের জন্যই গত বছরের নভেম্বর মাসে কর্নাটকে চার প্রসূতির মৃত্যু হয়েছিল। রিপোর্টে উঠে এসেছিল সেই তথ্য। তারপরও কীভাবে রমিরমিয়ে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে ওই স্যালাইন? প্রশ্ন উঠছে।
এই খবরটিও পড়ুন
![Calcutta High Court: সৌরভের ১ টাকায় পাওয়া জমির চুক্তি বিশ বাঁও জলে, বড় নির্দেশ হাইকোর্টের Calcutta High Court: সৌরভের ১ টাকায় পাওয়া জমির চুক্তি বিশ বাঁও জলে, বড় নির্দেশ হাইকোর্টের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-Sourav-Land-Case.jpg?w=300)
![Medinipur Medical: স্যালাইন নেওয়ার পরই প্রস্রাবে রক্ত! দুধের শিশুকে রেখে মৃত্যু মায়ের, চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক Medinipur Medical: স্যালাইন নেওয়ার পরই প্রস্রাবে রক্ত! দুধের শিশুকে রেখে মৃত্যু মায়ের, চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-medinipur-medical.jpg?w=300)
![Weather Update: এই সুখ বেশিদিনের নয়! হাতে শুধু শনিবার, রবিবার থেকেই শুরু হবে অন্য খেলা Weather Update: এই সুখ বেশিদিনের নয়! হাতে শুধু শনিবার, রবিবার থেকেই শুরু হবে অন্য খেলা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-winter-10.jpg?w=300)
![Debolina Dutta: একঘরে দেবলীনা! মোবাইলে ঢুকছে একের পর এক মেসেজ, বিস্ফোরক অভিনেত্রী Debolina Dutta: একঘরে দেবলীনা! মোবাইলে ঢুকছে একের পর এক মেসেজ, বিস্ফোরক অভিনেত্রী](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-Debolina-Dutta.jpg?w=300)
ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর সূত্রের। শুক্রবারই স্বাস্থ্য দফতররের একটি টিম যাওয়ার কথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দ কে পুরো বিষয় নিয়ে প্রশ্ন করা হলেও কার্যত গোটা বিষয়ে এড়িয়ে গিয়েছেন তিনি।
বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, স্যালাইন দিলেই জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে, এই অভিযোগ নতুন নয়। কিন্তু স্বাস্থ্য দফতরের কারও কোনও চিন্তা নেই। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেন, “আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না যে স্যালাইন বিশুদ্ধ কি না। রাজ্যের স্বাস্থ্য দফতরের উচিত আরও বেশি সজাগ থাকা।”
![ভারতের পতাকা বানিয়েছেন কে? ভারতের পতাকা বানিয়েছেন কে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Republic-Day-2025-Who-designed-Indian-Flag-know-interesting-facts.jpg?w=670&ar=16:9)
![বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ' বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/On-which-day-we-should-not-give-water-to-tulsi-plant.jpg?w=670&ar=16:9)
![এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Mawlynnong-is-Asias-cleanest-village-which-is-located-in-India.jpg?w=670&ar=16:9)
![প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Living-ApartTogethr-.jpg?w=670&ar=16:9)
![ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন? ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/North-Sentinal-Iceland.jpg?w=670&ar=16:9)
![বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন? বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-often-anyone-can-wear-Jeans-without-washing.jpg?w=670&ar=16:9)