Rohit Sharma: এখনই কোপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে রোহিতেই আস্থা বিসিসিআইয়ের

Team India: অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবির পর চর্চা চলছিল, এ বার হয়তো ক্যাপ্টেন্সি খোয়াতে চলেছেন রোহিত শর্মা। অজিদের দেশে জিতলে হ্যাটট্রিক হত। তা তো দূরের কথা, রোহিত আর বিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা করতেই করতেই শেষ হয়ে গিয়েছে সফর। বিরাট তাও একটা সেঞ্চুরি করেছেন। কিন্তু রোহিতের হাল খুব খারাপ।

Rohit Sharma: এখনই কোপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে রোহিতেই আস্থা বিসিসিআইয়ের
Rohit Sharma: এখনই কোপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে রোহিতেই আস্থা বিসিসিআইয়েরImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 1:44 PM

কলকাতা: অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবির পর চর্চা চলছিল, এ বার হয়তো ক্যাপ্টেন্সি খোয়াতে চলেছেন রোহিত শর্মা। অজিদের দেশে জিতলে হ্যাটট্রিক হত। তা তো দূরের কথা, রোহিত আর বিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা করতেই করতেই শেষ হয়ে গিয়েছে সফর। বিরাট তাও একটা সেঞ্চুরি করেছেন। কিন্তু রোহিতের হাল খুব খারাপ। তিনটে ম্যাচ খেলে মোট ৩২ রান করেছেন ভারতের ক্যাপ্টেন। ২০২৩ সালের নিরিখে সদ্য শেষ হওয়া বছরে ব্যাটিং গড়ও কমেছে তাঁর। পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন একটাই প্রশ্ন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি নেতা রোহিতকে দেখা যাবে না?

যা খবর প্রচারমাধ্যমের, আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড। যে হেতু ফর্ম্যাট আলাদা, তাই টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য এখনই ওয়ান ডে-তে বদলের রাস্তায় হাঁটতে চাইছে না বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে প্রস্তুতি সিরিজ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজে পুরো টিমকেই দেখা নেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষা রোহিতেরও। ওয়ান ডে ফর্ম্যাট বরাবরই তাঁর কাছে ফেভারিট। কেরিয়ারের শেষ দিকে যতই দাঁড়িয়ে থাকুন, প্রিয় ফর্ম্যাটে নিজেকে ফিরে পেতে পারেন, এমনই মনে করছেন রোহিত ভক্তরা।

এই খবরটিও পড়ুন

রোহিতের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত যদি ভালো পারফর্ম করতে না পারে, তা হলে শুধু ক্যাপ্টেন নয়, ক্রিকেটার হিসেবে ছুটি হয়ে যাবে রোহিতের। আর যদি ভারত চ্যাম্পিয়ন হয়ে যায়? ভারতের শেষ ওয়ান ডে টুর্নামেন্ট বিশ্বকাপ। ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাটরা। সেই আক্ষেপ রোহিতের আজও আছে। সেটাই মিটিয়ে নিতে চাইছেন রোহিত। তবে আর একটা মতও ক্রিকেট মহলে চলছে। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পুরোপুরি অবসর নিতে চান রোহিত।