কোমরে দড়ি বেঁধে ‘ভাইপোকে’ জেলে ঢোকানোর শপথ সৌমিত্রর

"আমি বলেছিলাম, জঙ্গলমহলের বাঁকুড়া ও বিষ্ণুপুরের ছেলেদের কথা ভাবুন। ও বলেছিল, ১২ লক্ষ টাকা দিন চাকরি হয়ে যাবে।"

কোমরে দড়ি বেঁধে 'ভাইপোকে' জেলে ঢোকানোর শপথ সৌমিত্রর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 8:34 PM

পূর্ব মেদিনীপুর: বিজেপিতে যোগ দেওয়ার পর কোনও রাখঢাক না রেখেই তিনি জানিয়েছিলেন, দল ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বিরোধিতার জন্য। তাঁর স্ত্রী অবশ্য তৃণমূলে যোগ দিয়ে অভিষেকের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। ফলে যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ এখনও মেটেনি বিজেপি যুব মোর্চার সভাপতির। সোমবার দাঁতনের এক দলীয় কর্মসূচি থেকে সৌমিত্র খাঁ (Soumitra Kha) বললেন, ‘ভাইপোর’ কোমরে দড়ি বেঁধে একদিন জেলে ঢোকাবেন তিনি।

দাঁতনের দেউলিতে যুবমোর্চার সভামঞ্চে দাঁড়িয়ে এদিন ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছেন সৌমিত্র। তিনি বলেন, “প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে লাখ লাখ টাকা নিয়ে ছেলেদের চাকরি করাচ্ছে। আমি বলেছিলাম, জঙ্গলমহলের বাঁকুড়া ও বিষ্ণুপুরের ছেলেদের কথা ভাবুন। ও বলেছিল, ১২ লক্ষ টাকা দিন চাকরি হয়ে যাবে।”

ডায়মন্ড হারবারের এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর নামে দুর্নীতির প্রমাণ দিতে পারতে তিনি নিজে ফাঁসিকাঠে ঝুলে যাবেন। যার পাল্টা দিয়ে অভিষেকের নাম করে সৌমিত্র বলেন, “তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করব তুমি চোর। এক আইএএস অফিসারের মারফত তাঁকে দিয়ে টাকা তোলাচ্ছো। এই ভাইপোকে একদিন কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব, এই শপথ আমি গ্রহণ করলাম।”

হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “সব ছেলেকে দিয়ে কেস করাব আর এই তথ্য আমি উদ্ঘাটন করব। বাংলার ছেলেদের স্বপ্ন আমি কেড়ে নিতে দেব না।” প্রসঙ্গত, গতকালও অশোকনগরের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, “গরুপাচার কাণ্ডে অভিষেককে জেলে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন এটা নিশ্চিত, এবং জেলে বসে মানুষের কাছে জবাব দিতে বাধ্য হবেন।”

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে জেলে যাবেন অভিষেক, ভবিষ্যদ্বাণী সৌমিত্রর