World’s Most Strongest Passport: কার পাসপোর্টে কত দম? বিশ্ব দরবারে পাকিস্তানকে মার ভারতের

World's Most Strongest Passport: রিপোর্ট অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের তালিকায় একদম প্রথমে রয়েছে সিঙ্গাপুরের নাম। দ্বিতীয় স্থানে জাপান ও তৃতীয় স্থানে এক সঙ্গে একাধিক দেশ।

World's Most Strongest Passport: কার পাসপোর্টে কত দম? বিশ্ব দরবারে পাকিস্তানকে মার ভারতের
ভারতীয় পাসপোর্টImage Credit source: Armin Weigelpicture alliance via Getty Images
Follow Us:
| Updated on: Jan 10, 2025 | 4:31 PM

কলকাতা: কোন দেশের পাসপোর্টের ক্ষমতা সবচেয়ে বেশি? প্রতি বছরই এই তথ্য তুলে ধরে থাকে আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার। চলতি বছরের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী,বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের স্থান অনেকটাই পড়েছে।

সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ নেমে গিয়েছে ভারত। গত বছর এই সংস্থা রিপোর্টে ভারতের নাম ছিল ৮০-তে। সেখানে বছর ঘুরতেই পাঁচ ধাপ পড়ে গিয়ে ভারতের পাসপোর্ট ঠাঁই পেল ৮৫-তে।

প্রথমে রয়েছে কোন দেশ?

রিপোর্ট অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের তালিকায় একদম প্রথমে রয়েছে সিঙ্গাপুরের নাম। দ্বিতীয় স্থানে জাপান ও তৃতীয় স্থানে এক সঙ্গে একাধিক দেশ। যার মধ্যে রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া।

ভারতের থেকে অনেকটাই এগিয়ে চিন। তালিকা অনুযায়ী ৬০ তম স্থানে ঠাঁই হয়েছে শি জিনপিংয়ের দেশের। অন্য দিকে, ভয়াবহ হাল পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের। পাকিস্তান ঠাঁই পেয়েছে ১০৩ ব়্যাঙ্ক ও ইউনূসের দেশ ঠাঁই পেয়েছে ১০০ নং স্থানে।

কীভাবে তৈরি হয় এই তালিকা?

ওই আন্তর্জাতিক সংস্থা সূত্রেই জানা গিয়েছে, একটি দেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের কতগুলি রাষ্ট্রে ভিসা ফ্রি ভ্রমণ করা যায়, তার ভিত্তিতেই এই শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করা হয়। তালিকার প্রথমেই থাকা ‘শক্তিশালী’ সিঙ্গাপুরে পাসপোর্ট নিয়ে প্রায় ১৯৫টি দেশে ভিসা ফ্রি প্রবেশ করা যায়।

গত একদশক ধরে এই তালিকায় ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেছে সংযুক্ত আরব আমীরশাহি। যেখানে আগে প্রথম দশের তালিকাতেও এই দেশকে দেখা যেত না। চলতি বছরে প্রথমবার এই তালিকায় দশ তম স্থান পেয়েছে আরব।

অন্য দিকে, পতন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বরাবর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ট্রাম্পের জয়ের পরেই হেনলি পাসপোর্ট ইনডেক্সে নেমে গিয়েছে সপ্তম স্থানে। দেশের মধ্যে রাজনৈতিক পালাবাদলই ইনডেক্সে প্রভাব ফেলেছে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।