কলকাতা: ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার নিয়ে কেন্দ্রের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সম্ভব হচ্ছে বলেই দাবি দিলীপবাবুর। একই সঙ্গে পড়ুয়াদের উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে খোঁচাও দিয়েছেন তিনি।
কী বললেন দিলীপ?
‘ইউক্রেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার ইচ্ছা থাকলে যান। মোদী একমাত্র যিনি প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে যিনি ছাত্রদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। সেই বিষয়ে ছাত্ররা আরও ভালো বলবে। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল ওইখানে কিছু লোক মারা যাবে। ওরা রাস্তায় নামবে। আন্দোলন করবে। সেই সুযোগ ওরা পেলেন না। মোদীজীর কুশল নেতৃত্বে কুড়ি হাজার পড়ুয়া আজ সুরক্ষিত। প্রায় সবাইকে ইউক্রেন থেকে বের করে আনা হয়েছে। এখন পড়ুয়াদের মা-বাবারা মোদীজীকে আশির্বাদ করছেন।’
বস্তুত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতিমধ্যে এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। রাশিয়ান আক্রমণে ইউক্রেনের বিধ্বস্ত অবস্থা। ইউক্রেনে অসংখ্য ভারতীয় আটকে পড়েছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফে ‘অপারেশন গঙ্গা’-র মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রচুর পড়ুয়া ইতিমধ্যে দেশে ফিরেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে ‘অপারেশন গঙ্গা’-র মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি রাশিয়ান হানায় ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীণ শেখরারাপ্পার মৃত্যুর পর থেকে সেদেশে থাকা ভারতীয়দের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। তাই একের পর এক বায়ুসেনার সি-১৭ বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও বিদেশমন্ত্রক যৌথভাবে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে উদ্ব্যোগী হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং ভিকে সিং ইউক্রেনের প্রতিবেশি দেশগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে অপারেশন গঙ্গা পরিচালনা করছেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, চার-পাঁচ মার্চ মোট ৭ হাজার ৪০০ জনকে ফিরিয়ে আনা হবে। আগামিকাল মোট ৩৫০০ জনকে ফিরিয়ে আনা হবে বলেই জানা গিয়েছে। গতকাল মোট ১৭ টি বিমান ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসবে। বুচারেস্ট থেকে ৬ টি, বুদাপেস্ট থেকে ৪ টি, কসআইস থেকে ১ টি, রজেসজো থেকে ৩ টি, সুসিয়াভা থেকে দুটি বিমানে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে।