Dilip Ghosh: ‘অন্যায়ে যুক্ত বলেই পালাচ্ছেন’, SSC কাণ্ডে পার্থর পদত্যাগ চাইলেন দিলীপ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2022 | 10:29 AM

Kolkata: তিনি বলেন, 'পার্থবাবুর পদত্যাগ করা উচিত। যেভাবে উনি দৌড়ে পালাচ্ছেন বাঁচার জন্য। এর মানে এই দাঁড়ায়, তিনি অন্যায়-অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন।'

Dilip Ghosh: অন্যায়ে যুক্ত বলেই পালাচ্ছেন, SSC কাণ্ডে পার্থর পদত্যাগ চাইলেন দিলীপ
পার্থকে আক্রমণ দিলীপের

Follow Us

কলকাতা: এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। তার জেরে সিবিআইয়ের জেরার মুখে পড়তেও হয়েছে তাঁকে। যদিও, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এসএসসি নিয়োগ মামলায় সিবিআই তাঁর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ না করে। কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর আর্জি খারিজ করে দেয়। প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আর এই গোটা বিষয়টি নজর এড়ায়নি বিরোধীদের। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘পার্থবাবুর পদত্যাগ করা উচিত। যেভাবে উনি দৌড়ে পালাচ্ছেন বাঁচার জন্য। এর মানে এই দাঁড়ায়, তিনি অন্যায়-অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন।’

নিত্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে মর্নিং ওয়াক করতে দেখা যায় তাঁকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘নৈতিকতার আধারে পার্থবাবুর উচিত পদত্যাগ করা। একজন মন্ত্রী হিসেবে তিনি যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন বাঁচার জন্য, সেই কারণে তাঁর পদত্যাগ করে বাকি কাজ করা উচিত।’ এরপর বিজেপি নেতা আরও সংযোজন করে বলেন, ‘যদিও, তৃণমূল সরকার নৈতিকতার ধার-ধারে না। তাই মন্ত্রী- নেতাদের বাঁচাতে সাধারণ মানুষের কোটি-কোটি টাকা খরচ করা হচ্ছে।’ এ দিন, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় দোষীরা কড়া শাস্তি পাবেন বলেও মনে করেছেন দিলীপ। বলেন, ‘সমস্ত চাকরির পরীক্ষাতেই কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর উপায় না দেখে চাকরি প্রার্থীরা কোর্টে গিয়েছেন। আমরা আশা করব সকলে ন্যায় বিচার পাবেন। কোর্ট সঠিক রায় দেবে। প্রত্যেক অপরাধী শাস্তি পাবে।’

শুধু এসএসসি নয়, এ দিন পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়েও কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেন দিলীপ। বলেন, ‘কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম কমিয়েছে। আর রাজ্য সরকার শুধু সমালোচনা করবে। সারা দেশের বেশিরভাগ রাজ্য দাম কমিয়েছে পেট্রোলের। কেন্দ্র ইতিমধ্যে দু’বার দাম কমিয়েছে। কিন্তু রাজ্য পুরনো গান গেয়ে যাচ্ছে। কেন্দ্র টাকা দিলে কমাবে। কেন্দ্রের সব টাকা মনে হচ্ছে এদের টাকা। না রাজ্যে শিল্প আছে, না কিছু আছে। অন্য রাজ্য থেকে মাল কিনে নিয়েছে। এখানে বিক্রি করে জিএসটি পাচ্ছে। আর কেন্দ্র যে টাকা দিচ্ছে ওতেই সংসার চলছে। আবার কেন্দ্রকে চোখ দেখাচ্ছে।’

Next Article