Rinku Majumdar’s Son Death: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার নিথর দেহ
Rinku Majumdar's Son Death: প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু, সেথানে তাঁকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কী কারণে তার পিছনে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে।

কলকাতা: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (২৭) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্র মারফত খবর এদিন সাতসকালে নিউটাউনের যে আবাসন তিনি থাকতেন সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কী কারণে তার পিছনে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে খাটের উপর থেকে তাঁর শায়িত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যু পিছনে আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে। স্থানীয় সূত্রে খবর, গতকাল একটি পার্টি চলছিল। তারপরেই এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য গোটা এলাকায়। সোজা কথায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে চলছে চাপানউতোর। ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু মজুমদার। তবে সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
প্রসঙ্গত, সৃঞ্জয় কাজ করতেন সল্টলেকের তথ্য-প্রযুক্তি তালুকে। কর্মরত ছিলেন আইটি ফার্মে। কয়েকদিন আগেই মা বিয়ে করেছেন বঙ্গ বিজেপির তাবড় নেতা দিলীপ ঘোষকে। কিন্তু, সেই বিয়েতে দেখা যায়নি সৃঞ্জয়কে। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ছুটি কাটাতে বাইরে আছেন। সে কারণেই বিয়েতে আসতে পারেননি। তবে মায়ের বিয়েতে যে তিনি খুশি তা স্পষ্টই জানিয়েছিলেন। শুভেচ্ছাও জানিয়েছিলেন।
