ফের রাজ্যসভায় যাওয়ার কথা ভাবছেন না, রাজনীতির দর কষাকষিতে নেই দীনেশ

ঋদ্ধীশ দত্ত |

Feb 16, 2021 | 11:34 PM

দীনেশের মতে, রাজ্য ও কেন্দ্র একসুরে কাজ করলে তবেই উন্নয়ন সম্ভব। ঝগড়া করলে কিছু পাওয়া যায় না। প্রাক্তন সাংসদ এও বলেন, পদের লোভে তিনি রাজনীতি করেননি।

ফের রাজ্যসভায় যাওয়ার কথা ভাবছেন না, রাজনীতির দর কষাকষিতে নেই দীনেশ
ছবি- টুইটার

Follow Us

মালদা: তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পরই তিনি বলেছিলেন, কাল বিজেপিতে যোগ দিলে এতে কোনও অন্যায় নেই। তবে এখনও বিজেপিতে যোগ দেননি দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। মঙ্গলবার প্রাক্তন রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, রাজনীতির দর কষাকষি ময়দানে যাবেন না।

রাজনৈতিক মহলে বিগত কয়েক দিন যাবত জল্পনা চলছে, রাজ্যসভার এবার গেরুয়া জার্সিতে দেখা যেতে পারে প্রাক্তন রেলমন্ত্রীকে। এমনকি, মোদী-শাহকে নিজের ‘দারুণ বন্ধুও’ আখ্যা দিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার সুর কিছুটা ভিন্ন করে দীনেশ জানান, অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিয়ে ফের রাজ্যসভায় সাংসদ হওয়ার কথা তিনি ভাবছেন না। এ দিন রাজধানীতে বসে এমনটাই জানালেন দীনেশ।

দীনেশের মতে, রাজ্য ও কেন্দ্র একসুরে কাজ করলে তবেই উন্নয়ন সম্ভব। ঝগড়া করলে কিছু পাওয়া যায় না। প্রাক্তন সাংসদ এও বলেন, পদের লোভে তিনি রাজনীতি করেননি। “সাংসদ থাকার মেয়াদ আরও সাড়ে পাঁচ বছর ছিল। তাহলে রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিতাম না”, বলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সঙ্গে জানান, যে কাজ তিনি করতে চেয়েছিলেন, তা সম্ভব হয়নি।

আরও পড়ুন: পুদুচেরির উপ রাজ্যপাল পদ থেকে অপসারিত কিরণ বেদি, তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, দলের অন্দরের কোনও সমস্যার কথা তুলে ধরলে অনেক সময় তাঁকে ‘খারাপ মানুষ’ হিসেবে দেগে দেওয়া হত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সারদা-নারদা কেলেঙ্কারির কথা মনে করিয়ে দীনেশ বলেছেন, “কেন এহেন মামলায় অভিযুক্ত নেতাদের দলে রেখে দেওয়া হল?” কিন্তু যারা ‘কালিমালিপ্ত’, তাঁদের দূরে সরানোর দাবি তুলে তাঁকেই দূরে সরে যেতে হয়েছিল বলে দাবি করেন দীনেশ ত্রিবেদী।

Next Article