Local Train: অফিস ফিরতি সময়ে বালিগঞ্জ স্টেশনে গোলযোগ, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা
Local Train: সিগন্যালিং পয়েন্টে ত্রুটি ধরা পড়ায় প্রায় দেড় ঘন্টা ধরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। একাধিক লোকাল ট্রেন ঘন্টা খানেক দেরিতে চলছে। একটা লাইন দিয়েই আপ এবং ডাউন ট্রেন চালানো হচ্ছে বলে খবর।
কলকাতা: নতুন সপ্তাহের দ্বিতীয় দিনের বড় সমস্যা বালিগঞ্জ স্টেশনে। সন্ধ্যার ব্যস্ত সময়ে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে অফিস ফেরত নিত্যযাত্রীরা। সমস্যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বহু লোকাল ট্রেন দেরিতে চলায় যাত্রীদের মধ্যে উত্তেজনার ছবি দেখতে পাওয়া গেল শিয়ালদহ স্টেশনেও। সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৭:২৫ মিনিট নাগাদ বালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং পয়েন্টে ত্রুটি ধরা পড়ে। আটকে যায় বহু লোকাল ট্রেন। এদিকে সব মাত্র সেই সময় প্রায় সব লোকালেই অফিস ফেরত যাত্রীদের ভিড়টা বাড়তে শুরু করেছে। আচমকা এ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে।
সিগন্যালিং পয়েন্টে ত্রুটি ধরা পড়ায় প্রায় দেড় ঘন্টা ধরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। একাধিক লোকাল ট্রেন ঘন্টা খানেক দেরিতে চলছে। একটা লাইন দিয়েই আপ এবং ডাউন ট্রেন চালানো হচ্ছে বলে খবর। তবে সমস্যার কথা শোনা মাত্রই রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। শুরু হয়েছে মেরামতির কাজ। তবে সমগ্র কাজ শেষ করে পুনরায় যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে ঠিক কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে সঠিকভাবে জানা যাচ্ছে না।
তবে ঘটনায় যে রেল খুবই উদ্বিগ্ন তা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখও প্রকাশ করেছেন। শীঘ্রই সিগন্যালিংয়ের ক্রুটি মেরামতি করে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে বলে মনে করছেন তিনি।