AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, কী বললেন বিচারপতিরা?

Calcutta High Court on Darivit case: ২০২৩ সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তথ্য খতিয়ে দেখে আদালত মনে করছে, এই ঘটনার তদন্তে উপযুক্ত সংস্থা হল এনআইএ।

Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, কী বললেন বিচারপতিরা?
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 1:58 PM
Share

কলকাতা: দাড়িভিটকাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। দাড়িভিটকাণ্ডে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিল। ফলে দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্ত বহাল রইল।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। সেইসময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলের দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মণ। ওই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি দাবি করে, বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ।

২০২৩ সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তথ্য খতিয়ে দেখে আদালত মনে করছে, এই ঘটনার তদন্তে উপযুক্ত সংস্থা হল এনআইএ।

সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। রাজ্যের আবেদনে কোনও অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। মামলার দীর্ঘ শুনানির পর এদিন রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য তাঁদের পর্যবেক্ষণে বলেন, “NIA এই মামলার তদন্ত করছে। তাতে হস্তক্ষেপ করবে না আদালত।” ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করার পর, রাজ্য নতুন কিছু পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।