কলকাতা: মুখ্যসচিব মনোজ পন্থের ডাকে স্বাস্থ্যভবনে বৈঠকে বসেছেন ৬টি চিকিৎসক সংগঠনের মোট ১৮জন প্রতিনিধি। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন ৮ জন প্রতিনিধি। ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন FEMA-র ৬৯টি চিকিৎসক সংগঠন রয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই মিটিংয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম গরহাজির রয়েছেন। যাঁর পদত্যাগের দাবি করেছে WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফোরামের। যে দাবিকে সমর্থন জানাচ্ছে প্রত্যেকটি চিকিৎসক সংগঠন। দ্রোহের কার্নিভালে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের প্রতিনিধি চিকিৎসক কৌশিক চাকি। ইস্তফা নিয়ে সরকারকেই পাল্টা চাপে রাখলেন সিনিয়র চিকিৎসকরা। এদিনের বৈঠকে গণইস্তফা নিয়ে চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, পদত্যাগের প্রোফার্মা তৈরি করুক রাজ্য সরকার। দাবি তুললেন IMA-এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। তিনি বলেন, “আমরা ব্যক্তিগত পদত্যাগে রাজি। ”
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফা দেন। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, গণইস্তফা বলে কিছু হয় না। ডাক্তারদের গণইস্তফায় বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করে নবান্ন। সেই বক্তব্যের প্রসঙ্গেই এইদিনের বৈঠকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।
চিকিৎসকদের মধ্যে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে সজল বিশ্বাস বলেছেন, স্বাস্থ্যে মাফিয়ারাজ চলছে। আর সেক্ষেত্রে স্বাস্থ্য দফতরে একাধিক বিষয়ে জানানো হয়েছে। কিন্তু তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি বলে বৈঠকে জানান তিনি।
অন্যদিকে, WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফোরামের তরফেও এই দাবিকে সমর্থন করা হয়েছে। এদিনের বৈঠকে উঠে আসে ত্রিধারা সম্মিলনীতে স্লোগান প্রসঙ্গও। প্রটেক্ট দ্য ওয়ারিয়র্সের তরফে চিকিৎসক অধীশ বসু এই বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। কেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য ৯ জনকে গ্রেফতার করা হল, সে প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল হেলফ রিক্র্যুটমেন্ট বোর্ড ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দুর্নীতির বিষয়টিতে বৈঠকে উত্থাপন করেন। আর এক্ষেত্রেও স্বাস্থ্য দফতরে অভিযোগ করা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে তিনি বৈঠকে উল্লেখ করেছেন।
চিকিৎসক স্বর্ণেন্দু সামন্ত মুখ্যসচিবকে অনুরোধ করেছেন, তিনি যাতে ধর্মতলায় অনশনকারীদের মঞ্চে যান। অনশনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার আবেদন জানান তিনি।
হেলথ সেক্রেটারির পদত্যাগের যে দাবি জানানো হয়েছে, তাকে IMA বেঙ্গলের তরফ থেকে সমর্থন করা হয়েছে বলেও বৈঠকে আলোকপাত করা হয়েছে।