Suvendu Adhikari: ‘১৪৪ ধারা উঠে যাওয়ার পর আসুন’, শুভেন্দুকে চিঠি হাওড়ার পুলিশ কমিশনারের

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Apr 04, 2023 | 9:46 PM

Suvendu Adhikari: ‘গত ৩০ মার্চের পর আইন-শৃঙ্খলার অবনতির জন্য হাওড়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এই অবস্থায় একজন বিধায়ক ও বিরোধী দলনেতা হিসাবে সেখানে গেলে আপনাকে কেন্দ্র করে জনসমাগম হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।’ চিঠিতে এ কথা লিখেছে পুলিশ।

Suvendu Adhikari: ১৪৪ ধারা উঠে যাওয়ার পর আসুন, শুভেন্দুকে চিঠি হাওড়ার পুলিশ কমিশনারের
শুভেন্দুকে চিঠি পুলিশের

Follow Us

কলকাতা : পুলিশ তাঁকে হাওড়া যাওয়ার অনুমতি দিচ্ছে না। হাওড়ার শিবপুরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও ইতিমধ্যেই সেই আবেদন প্রত্যাহারও করে নিয়েছেন তিনি। নির্দিষ্ট কারণে হাওড়া (Howrah) যাওয়ার সিদ্ধান্ত বদল করেছেন শুভেন্দু। আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। এরইমধ্যে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। কেন এখন হাওড়ায় যাওয়া তাঁর জন্য ঠিক হবে না সে কথাও ওই চিঠিতে লেখা হয়েছে।

যে চিঠি শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে, ‘গত ৩০ মার্চের পর আইন-শৃঙ্খলার অবনতির জন্য হাওড়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এই অবস্থায় একজন বিধায়ক ও বিরোধী দলনেতা হিসাবে সেখানে গেলে আপনাকে কেন্দ্র করে জনসমাগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে দলের সমর্থক, মিডিয়া সকলেই আসতে পারেন। ভাঙতে পারে ১৪৪ ধারা। নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে ওই এলাকায়। তাই আপনার কাছে অনুরোধ ১৪৪ ধারা উঠে যাওয়ার পর আপনি ওখানে যান।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রামনবমীর মিছলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুর সংলগ্ন এলাকায়। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যার রেশ এখনও রয়েছে। ইতিমধ্যেই অশান্তির ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এলাকার পরিস্থিতি ঠিক রাখতে ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই অশান্তি নিয়ে ইতিমধ্যেই মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তী শুনানি ৬ এপ্রিল।

Next Article