Bus Accident: চলন্ত বাসেই চালককে মারধর, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নর্দমায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

May 05, 2022 | 11:02 PM

Bus Accident: জোর করে বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সশব্দে ধাক্কা মারে।

Bus Accident: চলন্ত বাসেই চালককে মারধর, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নর্দমায়
ছবি - প্রত্যক্ষদর্শীদের দাবি, যে তিন যুবক এই কাজ করেছে তারা প্রত্যেকেই সমাজ বিরোধী।

Follow Us

বেলুড়: কখনও খুন, রাহাজানি তো কখনও শ্লীলতাহানির ঘটনা, রাজ্য়ের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে বারবার সরব হচ্ছে বিরোধীরা। এরই মধ্যে এবার চলন্ত বাসে দুষ্কৃতী তাণ্ডব চলল শহরের বুকে। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে পড়ল নর্দমায়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ হাওড়া থেকে ৫৬/৫৬ রুটের যাত্রী বোঝাই একটি বাস বালির দিকে যাচ্ছিল। চলার পথে ডন বস্কো থেকে তিনটি যুবক ওই বাসে ওঠে। কিন্তু, প্রত্যক্ষদর্শীদের দাবি বাস ওঠা মাত্রই নিজেদের মধ্যে বচসা শুরু করে তিন জনে। চলে অশ্রাব্য গালিগালাজ। যাত্রীরা তাদের থামতে বললে তাদের উদ্দেশ্যেও চলে গালিগালাজ। এমতাবস্থায় কন্ডাক্টর তাদের নেমে যেতে বললে তার সঙ্গে বেঁধে যায় বচসা। বাসের মধ্যেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতির।

অভিযোগ, কন্ডাক্টরকে বাগে আনতে না পেরে ওই যুবকদের একজন চলন্ত বাসেই ড্রাইভারকে মারধর শুরু করে। জোর করে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ির স্টিয়ারিং। আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সশব্দে ধাক্কা মারে। বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। বেলুড়ের জিটি রোডের পেট্রোল পাম্পের কাছে একটি নর্দমায় উল্টে যায় বাসটি। তবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাসটিকে রক্ষা করা সম্ভব হয়েছে। এদিকে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বালি ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা। বাসের কেবিনের দরজা দিয়ে প্রত্যেক যাত্রীকেই অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যে তিন যুবক এই কাজ করেছে তারা প্রত্যেকেই সমাজ বিরোধী। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা বাসে উঠে ছিল। কিন্তু, কন্ডাকটর ও ড্রাইভার তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে। যার জেরেই এই দুর্ঘটনা। তবে বেলুড়ের জিটি রোডের পেট্রোল পাম্পের কাছে বাসটি উল্টে যেতেই গা ঢাকা দেয় তিন যুবক। লিখিতভাবে কোন অভিযোগ দায়ের না হলেও বাসচালক কন্টাকটার ও যাত্রীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে। খোঁজও চলছে ওই তিন যুবকের। চালক, কন্ডাক্টর সহ বাস যাত্রীদের সঙ্গে আলাদা ভাবে কথাও বলা হচ্ছে পুলিশের তরফে। এখন দেখার সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে ওই ৩ যুবকের খোঁজ মেলে কিনা। কিন্তু ভর সন্ধ্যায় শহরের বুকে এই দুষ্কৃতী দৌরত্ম্য়ে স্বভাবতই ফের প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

Next Article