Dengue: এবার থেকে রবিবার, ছুটির দিনও খোলা থাকবে পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2023 | 11:24 PM

KMC: ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, ডেঙ্গি মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, রক্ত পরীক্ষা করা, ফিভার ক্লিনিক চালু রাখার মতো উদ্যোগ নিয়েছে পুরনিগম, বলেন মেয়র।

Dengue: এবার থেকে রবিবার, ছুটির দিনও খোলা থাকবে পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি
কলকাতা পুরনিগম।
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: ডেঙ্গির প্রকোপে নাজেহাল কলকাতা পুরনিগমের একাধিক ওয়ার্ড। এবার পুরনিগমের সবক’টি স্বাস্থ্যকেন্দ্র রবিবার এবং ছুটির দিন খুলে রাখার সিদ্ধান্ত নিল পুরনিগম। রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কলকাতা পুরনিগমের তরফে। ছুটির দিন খোলা থাকবে বরোর স্বাস্থ্যকেন্দ্রগুলিও খোলা থাকবে। শুধু তাই নয়, খোলা রাখা হবে ডেঙ্গি নির্ণায়ক কেন্দ্রগুলিও থাকবে খোলা। এছাড়া পুরসভার সবকটি স্বাস্থ্যবিষয়ক অফিসই খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। ১৫ অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে।

ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, ডেঙ্গি মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গি এখন অনেকটাই কম বলেও দাবি করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, রক্ত পরীক্ষা করা, ফিভার ক্লিনিক চালু রাখার মতো উদ্যোগ নিয়েছে পুরনিগম, বলেন মেয়র।

শুধু কলকাতা নয়, জ্বরের মরসুমে ডেঙ্গির ত্রাস কাঁপাচ্ছে গোটা বাংলাকেই। ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব দেখলে চমকাতে হয়। গত ১৫ সেপ্টেম্বর ২৮ বছরের চিকিৎসকের মৃত্যু হয়। সেদিনই মেদিনীপুরে মৃত্যু হয় ২৭ বছরের এক তরুণেরও।

এর আগে ৯ সেপ্টেম্বর দমদম মতিঝিলে ১৬ বছরের এক কিশোরী মারা যায়। ২ সেপ্টেম্বর নিউ আলিপুরে ৩৫ বছরের তরুণীর মৃত্যু হয়। ২৩ অগস্ট নিউ আলিপুরেই ১২ বছরের এক বালকেরও মৃত্যু হয়। ২৪ জুলাই নদিয়ার হাঁসখালির ১১ বছরের বালকেরও মৃত্যু হয়। ২৫ জুলাই দক্ষিণ দমদমে ৩০ বছরের তরুণীর মৃত্যু হয়। ২২ জুলাই পিকনিক গার্ডেনে ১০ বছরের বালিকা মারা যায়। ১৯ জুলাই বসিরহাটে ৯ মাসের শিশুর মৃত্যু। চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার বক্তব্য, “মানুষ সচেতন কম হলে সেখানে সরকার, স্বাস্থ্য দফতর, প্রশাসনকে উদ্যোগী হতে হবে।”

Next Article