Weather Update: দক্ষিণে নিম্নচাপ, রেহাই নেই বাংলার, বৃষ্টি চলবে কতদিন?

Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে গোটা রাজ্য থেকে। তবে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতে। চেন্নাই-গামী গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে বাংলাতেও। আজ দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Weather Update: দক্ষিণে নিম্নচাপ, রেহাই নেই বাংলার, বৃষ্টি চলবে কতদিন?
কী বলছে আবহাওয়া দফতর Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 11:37 AM

কলকাতা: সকাল থেকেই ভার ছিল আকাশের মুখ। এক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে রেহাই নেই এখনও। কারণ নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ফলে আগামী কয়েকদিন ভোগাবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে গোটা রাজ্য থেকে। তবে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতে। চেন্নাই-গামী গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে বাংলাতেও। আজ দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। চেন্নাই থেকে ৩৬০ কিমি দূরে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে ঢুকবে গভীর নিম্নচাপ। এর দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হবে। প্রভাব পড়বে বাংলাতেও।

এ দিকে, আজ নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জায়গায় তেড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে কার্যত যানজট তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা। ভিজে ভিজে অফিস পৌঁছতে হচ্ছে তাঁদের। তবে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি কতদিন চলবে তা যদিও এখনও জানা যায়নি।