Vande Bharat: রেকে যান্ত্রিক গোলযোগ! যুব রেক দিয়েই সোমবার চলছে বন্দে ভারত এক্সপ্রেস

Sayanta Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Oct 16, 2023 | 10:19 AM

রেলের তরফে জানানো হয়েছে, ১৬ অক্টোবর সোমবার, যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চালানো সম্ভব হচ্ছে না। সোমবার সেই রেকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তাই যুব এক্সপ্রেসের রেক চালানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। আপ এবং ডাউন দুই অভিমুখেই প্যান্ট্রি কার থাকবে বলে জানিয়েছে রেল।

Vande Bharat: রেকে যান্ত্রিক গোলযোগ! যুব রেক দিয়েই সোমবার চলছে বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস।
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের রেকে। সে জন্য সোমবার ওই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চলছে না। রবিবার পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। তবে বন্দে ভারতের রেক না চললেও হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী দ্রুতগতির ওই এক্সপ্রেস বাতিল করা হয়নি। যুব এক্সপ্রেসের রেক দিয়েই সোমবার বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছে। এবং বন্দে ভারতের সময়সূচি মেনেই তা চলছে এবং স্টপেজ অপরিবর্তিত রয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, ১৬ অক্টোবর সোমবার, যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চালানো সম্ভব হচ্ছে না। সোমবার সেই রেকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তাই যুব এক্সপ্রেসের রেক চালানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। আপ এবং ডাউন দুই অভিমুখেই প্যান্ট্রি কার থাকবে বলে জানিয়েছে রেল। অর্থাৎ যাত্রীদের খাবার পেতে কোনও অসুবিধা হবে না। এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে বোলপুর-শান্তিনিকেতন এবং মালদহ স্টেশনে তা স্টপেজ দেবে।

বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলি বিশেষভাবে তৈরি করেছে ভারতীয় রেল। উচ্চ গতিসম্পন্ন এই এক্সপ্রেস ট্রেনের রেকগুলিও অত্যাধুনিক সুবিধাযুক্ত। তা অনেক বেশি আরামদায়কও। এর জন্য ভাড়াও অন্যান্য এক্সপ্রেসের তুলনায় বেশি। তাই সোমবার যে সব যাত্রীকে যুব এক্সপ্রেসের রেকে যাত্রা করতে হবে, তাদের কিছু টাকা ফেরতও দেবে রেল।

Next Article