Dumdum: মদ খেয়ে টলমল করতে করতে পড়ে যায় বাড়ির সামনে, আর তাতেই বুকের ওপর বসে চোখ উপড়ে নিল প্রতিবেশী! দমদমে ভয়ঙ্কর ঘটনা

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2025 | 3:59 PM

Dumdum: ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বাগবিতণ্ডা।

Dumdum: মদ খেয়ে টলমল করতে করতে পড়ে যায় বাড়ির সামনে, আর তাতেই বুকের ওপর বসে  চোখ উপড়ে নিল প্রতিবেশী! দমদমে ভয়ঙ্কর ঘটনা
দমদমে ভয়ঙ্কর ঘটনা!
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মদ এতটাও খেয়েছিলেন, যে আর সোজা হয়ে চলতে পারছিলেন না। টলতে টলতে চলতে গিয়ে পড়ে যান প্রতিবেশীর দরজার সামনে! সেটাই ঘটেছিল। আর তার জেরেই মদ্যপ ব্যক্তির বুকের ওপর বসে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোকুল মণ্ডল। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হন  গোকুলের ওপর। গণপ্রহারে মৃত্যু হয় তাঁর। এদিকে, যাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছে, সেই আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বাগবিতণ্ডা। অভিযোগ, গোকুল মারধর করতে থাকেন প্রদীপকে,  বুকের উপর বসে চোখ উপড়ে নেয়। চোখের চারপাশের মাংস খুবলে বেরিয়ে আসে চোখ।

চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।  এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হন। অত্যন্ত মারধর করা হয় তাঁকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গোকুলকে উদ্ধার করে প্রথমে দমদম পৌর হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে আরজিকরে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।