Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: মণ্ডপের ভিতরেই বিসর্জন টালা প্রত্যয়ের, দমকলের হোসপাইপে গলানো হল দেবী প্রতিমা

Durga Puja: মণ্ডপের ভিতরেই বিসর্জন টালা প্রত্যয়ের, দমকলের হোসপাইপে গলানো হল দেবী প্রতিমা

TV9 Bangla Digital

| Edited By: Soumya Saha

Updated on: Oct 08, 2022 | 6:47 PM

Tala Prattoy: আগামিকাল পুজোর কার্নিভালে অংশ নেবে টালা প্রত্যয়। একটি ফাইবারের রেপ্লিকা তৈরি করা হয়েছে, সেটি নিয়েই কার্নিভালে যাবে টালা প্রত্যয়।

কলকাতা: রাত পোহালেই শহরে দুর্গাপুজোর কার্নিভাল। তার আগেই নিরঞ্জন হয়ে গেল টালা প্রত্যয়ের দেবী প্রতিমা। শুক্রবার সন্ধে সাড়ে ৬টায় পুজো প্রাঙ্গনেই বিসর্জন হয়ে গেল টালা প্রত্যয়ের ৪৩ ফুটের দেবী প্রতিমা। দমকলের হোস পাইপ দিয়ে দেবীর প্রতিমা গলানো হল মণ্ডপের ভিতরেই। যদিও আগামিকাল পুজোর কার্নিভালে অংশ নেবে টালা প্রত্যয়। একটি ফাইবারের রেপ্লিকা তৈরি করা হয়েছে, সেটি নিয়েই কার্নিভালে যাবে টালা প্রত্যয়।

Tala 1

টালা প্রত্যয়ের প্রতিমা নিরঞ্জন

উল্লেখ্য, দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের কারণে, গঙ্গাদূষণ অন্যতম একটি মাথাব্যাথার কারণ হয়ে ওঠে প্রতিবছর। সেই দূষণ যাতে কমানো যায় এবং পরিবেশ রক্ষা করা যায়, সেই কারণেই পুজো মণ্ডপের ভিতরে দেবী প্রতিমা নিরঞ্জনের ভাবনা টালা প্রত্যয়ের পুজো কমিটির। পুজো উদ্যোক্তাদের কথায়, তাঁদের ভাবনা ছিল যাতে এই বছর তাঁদের পুজোর একটি মাটির কণা বা একটি ফুলের টুকরোও যাতে গঙ্গায় বিসর্জন না হয়। সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছিল। মণ্ডপসজ্জার জন্য একটি জলাশয় মণ্ডপের মধ্যে করা হয়েছিল। তবে এছাড়াও আরও দুটি জলাশয় মণ্ডপের পিছনে তৈরি রাখা হয়েছিল। সেগুলি আজ খুলে দেওয়া হয়েছে। দমকল দফতর এবং কলকাতা পুরনিগমের সাহায্যে শুক্রবার সন্ধেয় মণ্ডপ প্রাঙ্গনেই দেবীর প্রতিমা নিরঞ্জন করা হয়।

Tala Pratyay

টালা প্রত্যয়ের প্রতিমা নিরঞ্জন

পুজো উদ্যোক্তাদের তরফে ধ্রুবজ্যোতি বসু জানিয়েছেন, দেবী প্রতিমার জন্য ব্যবহৃত মাটি প্রাঙ্গনেই থিতিয়ে পড়ে যাবে এবং নির্দিষ্ট আউটলেট দিয়ে জলটি বেরিয়ে যাবে। পরে এই মাটিকে সংরক্ষণ করে রাখা হবে পরবর্তী সময়ে কোনও কাজের জন্য। পুজো প্রাঙ্গনেই রাখা থাকবে এই মাটি।

আগামিকালের কার্নিভালে ৪৩ ফুটের দেবী প্রতিমা না থাকলেও, একটি রেপ্লিকা নিয়ে অংশ নেবে টালা প্রত্যয়ের পুজো কমিটি। ফাইবারের তৈরি সেই রেপ্লিকাটির উচ্চতা সাড়ে ১০ ফুট। সেটি নিয়েই কার্নিভালে ঘুরবে টালা প্রত্যয়। পরে ওই রেপ্লিকাটিকেও পুজো প্রাঙ্গনে স্থায়ীভাবে রাখার পরিকল্পনা রয়েছে পুজো কমিটির। এদিন সন্ধেয় টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গনে প্রতিমা নিরঞ্জনের আগে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

Published on: Oct 07, 2022 08:02 PM