Durga Puja 2023: অষ্টমীর রাতে মহানগরীতে জনস্রোত, উত্তর থেকে দক্ষিণে উপচে পড়া ভিড়
থিমের পুজো হোক বা বনেদি পুজো, দুর্গোৎসবে আনন্দে মাততে মহাষ্টমীর সন্ধ্যায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ভিড়ের জেরে জনপ্রিয় পুজো মণ্ডপগুলিতে পড়েছে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে কোন মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে, তা জানানোর অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। সেখানে মহানগরীর বড় বড় পুজোর লাইন থেকে মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে তা জানানো হচ্ছে।
কলকাতা: দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা মহানগরী-সহ গোটা রাজ্য। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের গিজগিজে ভিড়। থিমের পুজো হোক বা বনেদি পুজো, দুর্গোৎসবে আনন্দে মাততে মহাষ্টমীর সন্ধ্যায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ভিড়ের জেরে জনপ্রিয় পুজো মণ্ডপগুলিতে পড়েছে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে কোন মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে, তা জানানোর অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। সেখানে মহানগরীর বড় বড় পুজোর লাইন থেকে মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে তা জানানো হচ্ছে।
মহাষ্টমীর রাত ৮ টায় আহিরীটোলা সার্বজনীনে ঢুকতে তিন মিনিটের লাইনে দাঁড়াতে হচ্ছে। বোসপুকুর তালবাগানের ভিড়টাও এ রকম। তবে দেশপ্রিয় পার্কের সামনে লাইন থেকে মণ্ডপে যেতে লেগে যাচ্ছে প্রায় ২০ মিনিট। মুদিয়ালিতে যেতে ১০ মিনিট, চেতলা অগ্রণীতে ১৭ মিনিট, একডালিয়া এভারগ্রিনে ১১ মিনিট, সিঙ্ঘী পার্কে ১০ মিনিট, ত্রিধারা সম্মিলনীতে ১১ মিনিট। সুরুচি সঙ্ঘের সামনে অষ্টমীর সন্ধ্যায় পড়েছে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে নিউ আলিপুরের সুরুচি সংঘে ঢুকতে লাগছে ৩৬ মিনিট। দক্ষিণের পাশাপাশি উত্তর কলকাতার পুজোগুলিতেও ভিড় উপচে পড়ছে। বাগবাজার সার্বজনীনে লাইনে দাঁড়াতে হচ্ছে প্রায় ১০ মিনিট, কলেজ স্কোয়্যারে ঢুকতে লাগবে ১১ মিনিট, কুমারটুলি পার্কেও যেতে ১০ মিনিট লাগবে। তবে উত্তর কলকাতার সবথেকে বেশি ভিড় সন্তোষ মিত্র স্কোয়্যারে। সেখানে অষ্টমীর সন্ধ্যাতেই ৬১ মিনিট লাইনে দাঁড়াতে হচ্ছে। রামমন্দির দেখতে স্বাভাবিকভাবেই উপচে পড়ছে ভিড়।
রাত বাড়লে মহাষ্টমীতে দুর্গাপুজোর ভিড় আরও বাড়বে বলে মত কলকাতা পুলিশের। ভিড় মোকাবিলায় তৈরি রয়েছে কলকাতা পুলিশও। পুজো প্যান্ডেল দেখার পাশাপাশি রাস্তার ধারে খাওয়ার ভিড়ও চোখে পড়ার মতো ঘোরার ফাঁকে ক্ষিদে পেলে কেউ রাস্তার ধারেই খেয়ে নিচ্ছেন, কেউ কেউ আবার রেস্তোরাঁ দিকে পা বাড়াচ্ছেন। সব মিলিয়ে জনস্রোতে ভাসছে তিলোত্তমা কলকাতা।