কলকাতা: পুজো শপিং শেষ। কলকাতার একাধিক পুজো উদ্বোধনও হয়ে গিয়েছে। অনেকেই প্যান্ডেল হপিং শুরু করেছে। দক্ষিণ কলকাতার বড়-বড় পুজোগুলিও রেডি একে অপরকে থিমের লড়াইয়ে টেক্কা দিতে। বাদ যায়নি বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীস কুমারের পুজো ত্রিধারা সম্মিলনী। এবার তাঁদের থিম উৎসব।
ত্রিধারা তাঁদের থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে সব ধর্মের মানুষের পুজো দুর্গোৎসব। প্রতিটি মানুষের জীবন তখন আলোয় ভরে ওঠে। দুঃখ ভুলে গিয়ে এই উৎসবের আলোয় নিজেদের গায়ে মেখে নেন প্রত্যেকে। তাই এবার উৎসবকেই নিজেদের থিম হিসাবে মানুষের কাছে উপস্থাপিত করছে ত্রিধারা সম্মিলনী। সমাজের নানা প্রতিবন্ধকতায় যখন মানুষ হতাশ হয়ে যায় তখন উৎসবের ভূমিকা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সব কিছু ভুলে মানুষ আবার গা ভাসিয়ে দেন আনন্দের জোয়ারে। এতে মন আবারও সতেজ হয়ে ওঠে।
একদিকে অসামান্য শিল্পের ছোঁয়া যেমন রয়েছে, অন্যদিকে রয়েছে আলোর খেলা যা মণ্ডপসজ্জাকে অপরূপ ভাবে সাজিয়ে তুলেছে। না এখানে কোনও শিল্প-সংস্কৃতির গভীরে কী লুকিয়ে রয়েছে তা খোঁজার কোনও প্রয়োজন নেই। শুধু মণ্ডপে ঢুকে আনন্দ করুন এই বার্তা দিয়েছে ত্রিধারা। দেবাশীস কুমার বলেছেন, “এবার আমরা পুজোর থিম এবং গানের ভিডিয়ো করা হয়েছে। আর এবার এমন মণ্ডপ বানানো হয়েছে যে কোনও মানুষ না এসে পারবেন না। এখানে এসে মন ভাল হয়ে যাবে। আমরা চেয়েছি উৎসবে মানুষ যেন আনন্দের সঙ্গে সামিল হতে পারেন।”