Durga Puja: আইরিশ মাটিতে উমার আরাধনায় বিরাটির সংঘমিত্রা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 10, 2021 | 6:57 PM

Ireland: ইউরোপের (Europe) ছোট্ট দ্বীপরাষ্ট্রের শহর ডাবলিনের আকাশ-বাতাসেও এখন পুজোর আমেজ ষোলোআনা।

Durga Puja: আইরিশ মাটিতে উমার আরাধনায় বিরাটির সংঘমিত্রা
দুর্গাপুজো (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: সাত সমুদ্দুর পাড়ের পান্নাদ্বীপ। যেখানে শরতের আগমনে ফোটে না কাশফুল। শিউলির গন্ধ গায় না আগমনীর গান। রেডিও নয়, বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহালয়া শুনতে একমাত্র গতি ইউটিউব (Youtube)। কিন্তু কেক- ক্রিসমাসের দেশে বাস করেও তারা মনে প্রাণে তো বাঙালি! তাই উমার আরাধনা থেকে দূরে কি থাকা যায়? এক্কেবারেই না। আর তাই তো সূদূর সেই আয়ারল্যান্ডেও (Ireland) এবার উমার আগমন।

ইউরোপের (Europe) ছোট্ট দ্বীপরাষ্ট্রের শহর ডাবলিনের আকাশ-বাতাসেও এখন পুজোর আমেজ ষোলোআনা। কারণ একটা, দুটো নয়, তিন তিনটে পুজো হচ্ছে রাজধানী শহরে। এরই মধ্যে সবচেয়ে বড় পুজো আয়োজন ডাবলিনের বৈদিক হিন্দু কালচারাল সেন্টার বা ভিএইচসিসিআই-এর। কিছুদিন আগেই সেই পুজোর প্রতিমাও গিয়েছে শহর কলকাতা থেকেই। প্রতিমা শিল্পী পার্থ পাল (Partha Paul) ও সুমন সাধুখাঁ (Suman Sadhukha)। তাদের তৈরি ফাইবারের গ্লাস দুর্গা প্রতিমা যশোর রোডের দত্তপুকুর (Duttapukur) থেকে পৌঁছেছে আইরিশ শহরে।

কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাঙালিরা (Bengali)। সারাবছর বিদেশের মাটিতে থেকেও শরতের আগমনে তাঁদের মন দোলা দেয় যে কোনও বঙ্গবাসী বাঙালির মতোই। তাই কখনও আমেরিকা (America), কখনও ইংল্যান্ড (England) কখনও স্পেন(Spain) তো আবার কখনও আয়ারল্যান্ড,

প্রবাসী বাঙালিদের হাত ধরে বিভিন্ন দেশে পূজিতা হন দেবী দুর্গা (Durga)। বাংলার মাটি না হলেও, ষোলোয়ানা বাঙালি আবেগেই সম্পন্ন হয় সেইসব পুজো। বর্তমানে, আয়ারল্যান্ডে রয়েছেন প্রায় হাজার চারেক বাঙালি। যার অর্ধেকই থাকেন ডাবলিনে শহরের বিভিন্ন প্রান্তে। ফলে শারদীয়া উদযাপণের চাঁদাও নেহাত মন্দ ওঠেনি। ফলে বেশ জাঁকজমকের সঙ্গেই সমস্ত আয়োজন সেই পুজোর। ডাবলিনে ভারতীয় সংস্কৃতি (indian Culture) তুলে ধরতে সারা বছরই কাজ করে ভিএইচসিসিআই। তৈরি করেছে মন্দিরও। সেখানেই এবার হচ্ছে উমার আরাধনা। আর সেই পুজোর দ্বায়িত্ব বর্তেছে এক বঙ্গতনয়া সঙ্ঘমিত্রা সান্যালের কাঁধে। মন্ত্রোচ্চারণে দেবী আরাধনাও করবেন তিনিই। আদতে সঙ্ঘমিত্রা বিরাটির বাসিন্দা। তবে কর্মসূত্রে এখন থাকেন ডাবলিনে।

সঙ্ঘমিত্রা এবং তাঁর স্বামী সুদীপ দুজনেই আইটি ফার্মে (IT) কর্মরত। এবার ডাবলিনে পুজো হবে সঙ্ঘমিত্রার হাত ধরেই। বছরভর কি-বোর্ডে ঝড় তোলা হাতে কোশাকুশি, ঘণ্টা, পঞ্চপ্রদীপ। সব আচার-নিয়ম মেনেই হবে পুজোয় বসবেন বঙ্গতনয়া। আ সঙ্গে থাকবে ঢাকের বোল। পূজিতা হবেন দেবী দুর্গা। প্রথা ভেঙে এবার নজির তৈরি হবে সেদেশের মাটিতেও। তবে বিদেশ বিঁভুইয়ে পুজো বলে কথা। তাই চলছে জোরকদমে জোগাড়। ঢাকের বোল আর ধুনুচিতে কি এবার চঞ্চল হবে কোনও নীল নয়না আইরিশ কিশোরীর মনও?

আরও পড়ুন: Jagannath Temple: পুরির জগন্নাথ মন্দিরে ধর্ষণ নাবালিকাকে! গ্রেফতার খোদ পুরোহিত

Next Article