Rain in Durga Puja: মহালয়াতেই অশনি সংকেত হাওয়া অফিসের, পুজোয় তুমুল বৃষ্টিতে সবথেকে বেশি চাপে পড়তে পারে কোন কোন জেলা
Rain in Durga Puja: আবহাওয়া দফতর যদিও আগেও জানিয়েছিল পুজো এবার দুর্যোগের মধ্যে দিয়েই কাটবে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কয়েকদিনের মধ্যেই। সেটির কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়বে।
কলকাতা: পুজোর মুখে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে।
প্রসঙ্গত, আবহাওয়া দফতর যদিও আগেও জানিয়েছিল পুজো এবার দুর্যোগের মধ্যে দিয়েই কাটবে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কয়েকদিনের মধ্যেই। সেটির কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে শুক্রবার দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বৃষ্টিতে ভিজবে পাহাড়ও। তবে ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে পাহাড়ের অবস্থা বেহাল হয়েছে। দিকে দিকে নেমেছে ধস। দফায় দফায় স্তব্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে পুজোর মুখে পাহাড়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা লেগেছে।
এবার নতুন করে দুর্যোগের পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। চিন্তা বাড়ছে পুজোর ছুটিতে আগাম ট্যুর প্ল্যান করে রাখা লোকজনের। অন্যদিকে আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া-হুগলির মতো জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সে কারণে পুজোর প্রস্তুতিতে বাধা যে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।