কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বামেদের বড় সমাবেশ। হাতে আর বেশি দিন নেই। আগামী রবিবার ব্রিগেডের সেই সমাবেশের প্রস্তুতি চরমে। সাধারণ, খেটে খাওয়া মানুষ তাঁদের রক্ত-জল করা টাকায় ব্রিগেড সমাবেশের সাহস জোগাচ্ছেন বলে দাবি করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজনৈতিক স্বচ্ছতা বজায় রেখেই আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন DYFI -এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। অর্থ সাহায্যের জন্য মঙ্গলবার কিউ আর কোডও প্রকাশ করলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন, কোন কোন পথে ব্রিগেডের দিকে যাবে মিছিল।
২২ জেলার ইনসাফ যাত্রা শেষে আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বেলা ১২ টায় শুরু হবে সমাবেশ। মীনাক্ষী এদিন বলেন, সকল মেহনতি মানুষের কাছে আবেদন ব্রিগেড সমাবেশে আসুন। যাঁরা অস্থায়ী কর্মী তাঁদের কাজের নিরাপত্তার দাবি জানাব আমরা। ছাত্র, কৃষক, মহিলা, শ্রমিক সকলে আসুন। দুর্নীতি গোটা রাজ্যে ছেয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন মীনাক্ষী।
নেত্রী বলেন, চুরির টাকায় নয়, ঘামের টাকায় হবে ব্রিগেড। ১ লক্ষ বাড়িতে কৌটো পৌঁছে দেওয়া হয়েছে। তাতে মানুষ রোজগারের টাকা থেকে সাহায্য করেছেন।
এদিন মীনাক্ষী জানিয়েছেন, শহরের মোট ৭টি পয়েন্ট থেকে মিছিল যাবে ব্রিগেড। খিদিরপুর মোড়, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদহ, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রোর মত জায়গা থেকে মিছিল যাবে ব্রিগেড সমাবেশে।
মীনাক্ষী বলেন, “লোকসভা ভোটে এর প্রভাব ও লড়াইয়ের বার্তা থাকবে। রাজ্য ও দেশ বাঁচানোর জন্য আমাদের দাবি প্রতিষ্ঠিত করব আমরা। কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এটা রুটি রুজির প্রশ্ন। আপনারা সবাই আসুন।”