Eastern Rail: আরও দ্রুত পৌঁছবেন গন্তব্যে, দূরের ট্রেনের গতি এক ধাক্কায় বাড়ল ২০ কিমি প্রতি ঘণ্টায়

Eastern Rail: আধুনিক প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ, যা যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ বলে রেলের দাবি। এগুলি লম্বা, হালকা হয়, যা উচ্চ গতির জন্য উপযুক্ত। পাশাপাশি এই কোচগুলির রক্ষণাবেক্ষণের খরচও অনেকটা কম বলে রেল জানাচ্ছে।

Eastern Rail: আরও দ্রুত পৌঁছবেন গন্তব্যে, দূরের ট্রেনের গতি এক ধাক্কায় বাড়ল ২০ কিমি প্রতি ঘণ্টায়
বাড়র দূরপাল্লার ট্রেনের গতি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 2:04 PM

কলকাতা:  পূর্ব রেলের ট্র্যাকে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি ১১০ কিলোমিটার থেকে বেড়ে ১৩০ কিলোমিটার। এতে দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি পাবে এবং যাত্রা সময় কমবে। ট্রেন গুলির এই উচ্চতর গতি খুব শীঘ্রই বাস্তবায়িত করা হবে। পূর্ব রেলওয়ে ক্রমাগত তার পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এলএইচবি কোচগুলির অন্তর্ভুক্তির চেষ্টা করছে।

আধুনিক প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ, যা যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ বলে রেলের দাবি। এগুলি লম্বা, হালকা হয়, যা উচ্চ গতির জন্য উপযুক্ত। পাশাপাশি এই কোচগুলির রক্ষণাবেক্ষণের খরচও অনেকটা কম বলে রেল জানাচ্ছে।  সম্প্রতি পূর্ব রেলওয়ের বিভিন্ন রুটে এলএইচ বি কোচ যুক্ত করা হয়েছে।  এই কোচের সিটগুলোও আরও উন্নত মানের। দীর্ঘক্ষণের যাত্রাপথ যাতে যাত্রীরা আরামে যেতে পারেন, তার জন্যই রেলের এই উদ্যোগ।

যে ট্রেনগুলিতে আপাতত এই বগি ব্যবহার করা হচ্ছে, তার একটি তালিকা রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে।

সেগুলি হল…

১. – 12361/62 আসানসোল – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক )এক্সপ্রেস: – 130 কিমি প্রতি ঘণ্টা

২. 12375/76 টাটানগর – জাসিদিহ এসএফ এক্সপ্রেস। এই ট্রেন ১৩০ কিমি প্রতি ঘণ্টায় ছুটবে, আরও উন্নত প্রযুক্তির সঙ্গে।

৩. 13287/88 দুর্গ – আরা এক্সপ্রেস, ট্রেনের গতিবেগ ১৩০ কিমি প্রতি ঘণ্টায়। – FIAT বগির সাথে উন্নত নিরাপত্তা

৪.  22843/44 সম্বলপুর – পাটনা এসএফ এক্সপ্রেস।

৫. 18419/20 পুরী – জয়নগর (সাপ্তাহিক) এক্সপ্রেস।

৬.  18449/50 পুরী – পাটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস।

৭.  15047/48 কলকাতা – গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস।

৮.  15049/50 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস।

৯. 15051/52 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস।