Pujoy Pulse: এবার ১৯টি প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন মৃৎশিল্পী গৌরাঙ্গ

Pujoy Pulse: বাবার হাত ধরেই গৌরাঙ্গবাবু শুরু করেছিলেন মৃৎশিল্পের কাজ। আজ তাঁরই নাম ছড়িয়ে পড়েছে দিকে-দিকে। তবে শিল্পীর আদি বাড়ি মালদহর পাকুয়াহাটে। বাবার কাজের সূত্রে চলে আসেন চোপড়ায়। তাঁর প্রতিমা তৈরির দক্ষতা মুগ্ধ করে সবাইকে।

Follow Us:
| Updated on: Oct 05, 2024 | 11:21 PM

চোপড়া: উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর। সেখানেই চোপড়া ব্লকের বাসিন্দা মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল। দীর্ঘদিন ধরেই প্রতিমা বানানোর কাজ করছেন তিনি। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ এবার তাঁকেই জানাল সম্মান।

বাবার হাত ধরেই গৌরাঙ্গবাবু শুরু করেছিলেন মৃৎশিল্পের কাজ। আজ তাঁরই নাম ছড়িয়ে পড়েছে দিকে-দিকে। তবে শিল্পীর আদি বাড়ি মালদহর পাকুয়াহাটে। বাবার কাজের সূত্রে চলে আসেন চোপড়ায়। তাঁর প্রতিমা তৈরির দক্ষতা মুগ্ধ করে সবাইকে। ইসলামপুরে তো বটেই, বিহার ও দার্জিলিংয়ের বহু বিগ বাজেটের প্রতিমা তৈরি করেন তিনি।

গৌরাঙ্গবাবু বলেন, “বাবার কাছ থেকেই কাজ শেখা। আগে ভাইরাও আমার সঙ্গে কাজ করতেন। তবে এখন আলাদা হয়ে আমি একাই কাজ করছি। আমার তৈরি প্রতিমা বিভিন্ন জায়গায় যায়। আগে কম হত। এবার ১৯টি দুর্গা প্রতিমা বানিয়েছি আমি।”

এই খবরটিও পড়ুন