‘ডাক্তার দেখলেই ভয় লাগে’, ভাইরাল অরিজিতের লাইভ কনসার্টের ভিডিয়ো
Arijit Singh: অরিজিত্ সিংকে নিয়ে ইদানীং আলোচনার শেষ নেই। আরজি কর কাণ্ডের পর সরব হয়েছেন তিনি। গায়কের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনাও কম হয়নি। রেগে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও নানা ধরনের মন্তব্য করেছিলেন অরিজিত্। মাঝে নিজের প্রোফাইল মুছেও দিয়েছিলেন তিনি। এরই মাঝে ভাইরাল গায়কের আরও এক ভিডিয়ো।
অরিজিত্ সিংকে নিয়ে ইদানীং আলোচনার শেষ নেই। আরজি কর কাণ্ডের পর সরব হয়েছেন তিনি। গায়কের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনাও কম হয়নি। রেগে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও নানা ধরনের মন্তব্য করেছিলেন অরিজিত্। মাঝে নিজের প্রোফাইল মুছেও দিয়েছিলেন তিনি। এত বিতর্কের মাঝে ফিরে এল অরিজিতের পুরনো ভিডিয়ো। বেশ অনেকগুলো বছর আগে ন্যাশানল মেডিকেল কলেজে কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক। সেখানে তাঁর কনসার্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে তখন অরিজিতের বয়স অনেকটাই কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে গায়ক স্টেজে উঠতেই উল্লাস শুরু। এমনিতেই গায়কের লাইভ কনসার্ট দেখার উন্মাদনা কম নেই দর্শক মনে। ফলে স্টেজে উঠতেই হইচই শুরু। স্টেজে উঠে মাইক হাতে গান গাইবার আগে গায়ক যা বলেছিলেন, তা বর্তমান পরিস্থিতির সঙ্গে যেন হুবহু মিলে যায়। যেহেতু শহরের এক মেডিকেল কলেজে কনসার্ট। ফলে শ্রোতাদের আসনে বেশিরভাগই ছিলেন চিকিত্সকেরা। অনুরাগীদের উদ্দেশ্যে গায়ককে বলতে শোনা যায়,”আপনাদের মধ্যে ডাক্তার কত জন হাত তুলুন দেখি।” হাসি মুখে গায়ক বলেন, “ডাক্তার দেখলেই ভয় লাগে। এই না ছুরি, কাঁচি নিয়ে এগিয়ে আসে।” গায়কের কথা শুনে সবাই হেসে উঠেছিল। বর্তমান পরিস্থিতিতে যদি তিনি এ সব কথা বলতেন তা হলে হয় হিতে বিপরীত হতে পারত।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর রীতিমতো সরব হয়েছেন গায়ক। বিচার চেয়ে নিজে গানও বেঁধেছিলেন তিনি। এই নেতিবাচক পরিস্থিতি তাঁকে এতটাই গ্রাস করেছিল যে তিনি বাধ্য হয়ে জানিয়েছিলেন, গান বাঁধতে পারছেন না। কষ্ট হচ্ছে তাঁর। এই টালমাটাল পরিস্থিতিতে তাঁর বাঁধা ‘আর কবে ‘ গান শোনা গিয়েছে সকলের মুখে মুখে। এমনকি নিজের কনসার্টও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে অবশ্য ব্রিটেনে অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল অরিজিত্-কে। সেই কনসার্টের ভিডিয়ো অনেকগুলো ভাইরাল হয়ে গিয়েছিল।