GST: স্বাস্থ্য-জীবন বিমায় GST-তে কী মিলবে ছাড়? বছর শেষে এই সিদ্ধান্ত কেন্দ্রের

GST Council Meeting: শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি কমানো হবে কি না, তা নিয়ে আলোচনার কথা ছিল।

GST: স্বাস্থ্য-জীবন বিমায় GST-তে কী মিলবে ছাড়? বছর শেষে এই সিদ্ধান্ত কেন্দ্রের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 21, 2024 | 6:10 PM

নয়া দিল্লি: বছর শেষেও বিমার উপরে জিএসটির বোঝা কমল না। দীর্ঘদিন ধরেই আবেদন জানানো হচ্ছিল, স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি কমানো হোক। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সুপারিশ নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু কোনও সুরাহা মিলল না এ দিনের আলোচনায়।

আজ, শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি কমানো হবে কি না, তা নিয়ে আলোচনার কথা ছিল। তবে এদিনের বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

জানা গিয়েছে, জিএসটি কমানোর সুপারিশে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা ঐক্যমতে পৌঁছতে না পারার কারণেই আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে আরও কিছু সমাধানের প্রয়োজন বলে জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাসে ফের একটি বৈঠক হবে। তখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী  স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামে জিএসটি কমানো বা সম্পূর্ণ মকুব করার অনুরোধ করেছিলেন। এরপর মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটিক তরফে প্রবীণ নাগরিকদের ব্যতীত অন্য ব্যক্তিদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার জন্য প্রদত্ত প্রিমিয়ামে জিএসটি থেকে ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে।