Question Leak: প্রশ্ন ফাঁসের অভিযোগ! আরজি কর আন্দোলনের চিকিৎসকদের বিরুদ্ধে সোজা মমতার কাছে নালিশ
Question Leak: অভিযোগের প্রতিলিপি পৌঁছে গিয়েছে WBJDF বিরোধী WBJADA'এর কাছে। অভিযোগকারীদের পাশে দাঁড়িয়ে অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়াকে আক্রমণও করে ফেলেছেন WBJDA'এর নেতা শ্রীশ চক্রবর্তী।
কলকাতা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার নিশানায় আরজি করে আন্দোলনের সমর্থক চিকিৎসকেরা। পরীক্ষা শুরুর আগেই আন্দোলনকারীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার অভিযোগ চিকিৎসক নীলাঞ্জন ঘোষ, তাপস প্রামাণিকের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ পিজিটি জুনিয়র চিকিৎসকদের একাংশের। তা নিয়েই এখন জোর শোরগোল স্বাস্থ্য মহলের অন্দরে।
সেই অভিযোগের প্রতিলিপি পৌঁছে গিয়েছে WBJDF বিরোধী WBJADA’এর কাছে। অভিযোগকারীদের পাশে দাঁড়িয়ে অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়াকে আক্রমণও করে ফেলেছেন WBJDA’এর নেতা শ্রীশ চক্রবর্তী। এরইমধ্যে আবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাঁর বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত চেয়ে আরজি কর কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন চিকিৎসক তাপস প্রামাণিক।
যদিও শ্রীশ চক্রবর্তী বলছেন, “ কিছু পড়ুয়া হয়তো পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নফাঁসের বিষয়টা বুঝতে পেরেছে। তারপরই অভিযোগ জানিয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা যদি সত্যি প্রোটোকলের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন ফাঁস করে থাকে তাহলে আমরা চাই কড়া শাস্তি হোক। কোনও পড়ুয়া যাতে নিজেদের বঞ্চিত না মনে করে সেটা আমরা চাই। অভিযোগ সত্যি হলে উচিত শাস্তি হোক।”