Jyotipriya Mallick: বালুর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক হাজির হলেন ED-অফিসে

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2023 | 12:55 PM

ED Arrest Jyotipriya Mallick: সূত্রের খবর, মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এগারোটা বাজার কিছু সময় আগেই পৌঁছে গিয়েছেন সিজিও-তে। তাঁকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপরদিকে, অভিজিৎ দাস কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন।

Jyotipriya Mallick: বালুর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক হাজির হলেন ED-অফিসে
CGO কমপ্লেক্সে হাজির হলেন বালুর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাস এবং বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-কে তলব করল ইডি। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছে কেন্দ্রীয় এজেন্সি। যেহেতু মন্ত্রী অসুস্থ তাই তাঁকে হেফাজতে পেয়েও জেরা করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে এই দুই আপ্ত-সহায়কদের তলব করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন গোয়েন্দারা বলে সূত্রের খবর।

সূত্রের খবর, মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এগারোটা বাজার কিছু সময় আগেই পৌঁছে গিয়েছেন সিজিও-তে। তাঁকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপরদিকে, অভিজিৎ দাস কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। মূলত, এই দু’জন প্রাক্তন খাদ্যমন্ত্রীর একদম ছায়াসঙ্গী ছিলেন। সেই জায়গা থেকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে কারা আসতেন, তাঁদের সঙ্গে কী কথোপকথন হতো, কী লেনদেন হত তা সবটাই জানা চেষ্টা করবেন গোয়েন্দারা।

যদিও, বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে আগেই দাবি করেছেন তিনি থাকাকালীন এই সংক্রান্ত বিষয়ে কিছুই হয়নি। যা হয়েছে প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের সময়। তবে অমিতবাবুর কথায় কতটা সত্যতা রয়েছে তা খতিয়ে দেখতেই দু’জনকে ডাকা হয়েছে। প্রয়োজনে তাঁদের আগের বয়ানের সঙ্গে বর্তমান মিলিয়ে দেখা হবে।

ইডি গতকাল আদালতে দাবি করে, এই অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানো সময় উদ্ধার হয় একটি মেরুন ডায়রি। যে ডায়রিতে ‘বালু দা’ নাম উল্লেখ আছে। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেন এবং কখন কে কত টাকা দিয়েছে সেই সব লেখা আছে। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে আজ।

প্রসঙ্গত, শুক্রবার ভোর রাতে গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয় তিনি।

 

Next Article