Jyotipriya Mallick: গ্রেফতারির পর নামী বেসরকারি হাসপাতালে ভর্তি বালু, জানেন খরচ দিচ্ছে কে?

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Oct 28, 2023 | 12:10 PM

ED Probe in Ration Scam: এজলাসেই জ্ঞান হারিয়ে পড়ে যান জ্যোতিপ্রিয়। বমি করতে থাকেন। পরিস্থিতি বিবেচনা করে তড়িঘড়ি তাঁকে আদালত থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার খরচ বহন করছে কে?

Jyotipriya Mallick: গ্রেফতারির পর নামী বেসরকারি হাসপাতালে ভর্তি বালু, জানেন খরচ দিচ্ছে কে?
জ্যোতিপ্রিয় মল্লিক।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আর এরপরই হঠাৎ অসুস্থ জ্যোতিপ্রিয়। এজলাসেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। বমি করতে থাকেন। পরিস্থিতি বিবেচনা করে তড়িঘড়ি তাঁকে আদালত থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে। কিন্তু বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার খরচ বহন করছে কে?

গতকাল ইডি হেফাজতের নির্দেশ শুনে যখন বালু অসুস্থ হয়ে পড়েন, তখন ইডির তদন্তকারী অফিসার এজলাসে জানান, অভিযুক্তর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্পেশাল কেস হিসেবে তাঁকে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে আদালতের কপিতে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে হাসপাতালের খরচ ও ওষুধপত্রের খরচ অভিযুক্তকেই (জ্যোতিপ্রিয়কে) বহন করতে হবে। সঙ্গে আরও উল্লেখ রয়েছে, যদি তাঁকে নিজের পছন্দের হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে সেই সময়টি ইডির হেফাজতের মেয়াদের মধ্যে গণ্য হবে না। অর্থাৎ, ১০ দিনের যে ইডি হেফাজতের মেয়াদ রয়েছে, তা বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই গণ্য হবে।

উল্লেখ্য, গতকাল আদালতে শুনানির সময় বিচারকের কাছে ভাল চিকিৎসার জন্য অনুরোধ করেছিলেন জ্যোতিপ্রিয়। সেই সময় বিচারক তাঁকে কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তখনও অবশ্য এজলাসে এতটা অসুস্থ হয়ে পড়েননি জ্যোতিপ্রিয়। কিন্তু এরপর ইডি হেফাজতের নির্দেশের পরপরই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় বালুর। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে বিচারক জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত সুস্থ বোধ করলে ইডির তদন্তকারী অফিসার তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যেতে পারবেন। সেখানেই মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা হবে।

Next Article