কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশের পরই এজলাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করতে থাকেন। সঙ্গে সঙ্গে তাঁকে আদালত থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাসপাতালে। আপাতত কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা সোমবারের পরই বলা যাবে। আজ সকালে রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
গতরাতে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের এমআরআই, সিটি ব্রেন স্ক্যান, বুকের এক্স-রে, রক্তপরীক্ষা, ইসিজি, ইকো, এবিজি, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন পরীক্ষা করা হয়েছিল। এরপর আজ সকালে ফের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের পরীক্ষা করা হয়েছে। জানা যাচ্ছে, সব রিপোর্টই স্বাভাবিক রয়েছে। রক্তে শর্করার মাত্রা, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে।
বিশেষ আদালতে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ শোনার পর মূর্ছা যান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মূর্ছা যাওয়ার আগে ও পরে জ্যোতিপ্রিয়র শারীরিক পরিস্থিতি কেমন ছিল দেখে নেওয়া যাক। শর্করার মাত্রা আগে ছিল ১৭৫, পরে তা বেড়ে হয়েছিল ৩৫৩। আজ সকালে পরীক্ষার পর শর্করার মাত্রা একশোর ঘরে নেমে এসেছে। ইনসুলিন দিয়ে শর্করার মাত্রা কমানো সম্ভব হয়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা আগে ছিল ২.১, পরে তা হয়েছিল ২.৫। আজ সকালে পরীক্ষার পর ক্রিয়েটিনিনের মাত্রা ২.৩। গতকাল এজলাসে ইডি হেফাজতের নির্দেশ শোনার পর মন্ত্রীর শরীরে সোডিয়ামের মাত্রা হঠাৎ কমে যায়। আর তা থেকেই বিপত্তি। এজলাসের মধ্যেই জ্ঞান হারান রেশন দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী। আজ সকালে পরীক্ষার পর দেখা গিয়েছে সোডিয়ামের মাত্রা ১৩৬ ও পটাশিয়ামের মাত্রা ৪.২। জানা যাচ্ছে, শুক্রবার সকাল ১০টার পর থেকে তাঁর মূত্রপাত হয়নি। রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০০ মিলিলিটার মূত্রপাত হয়েছে জ্যোতিপ্রিয়র।