কলকাতা: রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির অফিসাররা। রক্তাক্ত হয়েছেন তদন্তকারী অফিসাররা। ইডির তিন জন অফিসার হাসপাতালে ভর্তি। ইডির দাবি, প্রায় ৮০০-১০০০ জনের উন্মত্ত জনতা চড়াও হয়েছিল তদন্তকারী দলের উপর। কিন্তু তার আগে ঠিক কী হয়েছিল? ইডির টিম যখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল, তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেখ শাহজাহানের দেখা মেলেনি। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে। দরজা খোলার জন্য বলছিলেন। কিন্তু এসবের মধ্যেই মাত্র আধ ঘণ্টার মধ্যে এক দল উন্মত্ত জনতা লাঠি-ইট-পাটকেল নিয়ে ঘিরে ফেলেন ইডির অফিসারদের। তখনও দরজা খুলে বেরোননি শেখ শাহজাহান। তিনি বাড়িতে ছিলেন কি ছিলেন না, সেই বিষয়টি নিয়ে সকাল থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
তবে সন্ধেয় ইডির তরফে দুই পাতার একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়। তাতে এদিনের নজিরবিহীন হামলার বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইডির তরফে প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, সেই সময় শেখ শাহজাহান নিজের বাড়িতেই ছিলেন। ইডির দাবি, যখন বন্ধ দরজার বাইরে থেকে ইডি ও সিআরপিএফ জওয়ানরা দরজা খোলানোর জন্য চেষ্টা করছিলেন, তখন শেখ শাহজাহানের মোবাইলের লোকশন দেখাচ্ছিল বাড়ির ভিতরে। ইডির বক্তব্য, মোবাইলের লোকশন বলছে, তিনি বাড়ির মধ্যেই ছিলেন।
ইডির তরফে আরও সন্দেহ করা হচ্ছে, যে একদল উন্মত্ত জনতা ইডির উপর হামলা চালিয়েছিল, তারা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের উস্কানিতেই এই কাণ্ড ঘটিয়েছে। যে তিনজন ইডি অফিসারের উপর হামলা চলেছে, তাঁদের আঘাত গুরুতর এবং তাঁদের খুনের অভিপ্রায় নিয়েই ধেয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করছে ইডি।