Bangla NewsKolkata Ed directorate meeting Sandeshkhali, ED Director in an emergency meeting at the CGO complex after the Bangakan incident
ED Directorate Meeting: সন্দেশখালি, বনগাঁকাণ্ডের পর সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকে ED ডিরেক্টর
ED Directorate Meeting: ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কর্তা। উল্লেখ্য, তদন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক তদন্তকারীর ল্যাপটপ উধাও হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে
Follow Us
কলকাতা: সন্দেশখালি, বনগাঁ কাণ্ডের পরে শহরে ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। সোমবার মাঝরাতে শহরে এসেছেন ইডি-র ডিরেক্টর। কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতায়। সূত্রের খবর, আজ দফায় দফায় ইডি-র অফিসারদের সঙ্গে বৈঠক ডিরেক্টরের।
ইডি-র সব মামলার স্ট্যাটাস নিয়ে আলোচনা করবেন ডিরেক্টর।
সূত্রের খবর, তদন্তের রূপরেখা তৈরি করে দেবেন ডিরেক্টর রাহুল নবীন।
হামলায় জখম অফিসারদের হাসপাতালে দেখতে যাওয়ার কর্মসূচি রাহুলের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইডি ডিরেক্টর এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন।
সিজিও কমপ্লেক্সে ইডি ডিরেক্টর
ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কর্তা। উল্লেখ্য, তদন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক তদন্তকারীর ল্যাপটপ উধাও হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সময়ে হামলাকারীদের হাতে অস্ত্র ছিল কিনা, সিআরপিএফ জওয়ানরা কোথায় মোতায়েন ছিলেন, সে সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিকে শর্মা (বীরেন্দ্র কুমার শর্মা), আইজিপি (ওয়েস্ট বেঙ্গল সেক্টর)
কলকাতা: সন্দেশখালি, বনগাঁ কাণ্ডের পরে শহরে ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। সোমবার মাঝরাতে শহরে এসেছেন ইডি-র ডিরেক্টর। কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতায়। সূত্রের খবর, আজ দফায় দফায় ইডি-র অফিসারদের সঙ্গে বৈঠক ডিরেক্টরের।
ইডি-র সব মামলার স্ট্যাটাস নিয়ে আলোচনা করবেন ডিরেক্টর।
সূত্রের খবর, তদন্তের রূপরেখা তৈরি করে দেবেন ডিরেক্টর রাহুল নবীন।
হামলায় জখম অফিসারদের হাসপাতালে দেখতে যাওয়ার কর্মসূচি রাহুলের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইডি ডিরেক্টর এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন।
সিজিও কমপ্লেক্সে ইডি ডিরেক্টর
ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কর্তা। উল্লেখ্য, তদন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক তদন্তকারীর ল্যাপটপ উধাও হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সময়ে হামলাকারীদের হাতে অস্ত্র ছিল কিনা, সিআরপিএফ জওয়ানরা কোথায় মোতায়েন ছিলেন, সে সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।