Chandranath Sinha: চন্দ্রনাথের চ্যাট হিস্ট্রি ইডির হাতে, এবার কি নতুন বিপদের আশঙ্কা?

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Apr 08, 2024 | 11:35 AM

ED: সেইসঙ্গেই বাজেয়াপ্ত হয় মন্ত্রীর সর্বক্ষণের 'সঙ্গী' মোবাইল ফোনটি। সিএফএসএলে তা পরীক্ষার জন্য পাঠানোও হয়। কিন্তু মোবাইল ফোনটি আনলক করা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিছুতেই তা খোলা যাচ্ছিল না। তবে এমন পাসওয়ার্ডই ছিল যার কারণে তদন্তকারীদের তা খুলতে যথেষ্ট বেগ পেতে হয়।

Chandranath Sinha: চন্দ্রনাথের চ্যাট হিস্ট্রি ইডির হাতে, এবার কি নতুন বিপদের আশঙ্কা?
চন্দ্রনাথ সিনহা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করতে সক্ষম হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিস পাঠানো হয়। তিনি হাজির না হলেও তাঁর এক প্রতিনিধি ইডি দফতরে হাজিরা দেয়। তিনিই অফিসারদের সামনে মোবাইল আনলক করেন। তদন্তকারীরা আশা করছেন এই মোবাইল থেকে মিলতে পারে জরুরি তথ্যপ্রমাণ। মোবাইলের চ্যাট হিস্ট্রিতে নজর তদন্তকারীদের।

সম্প্রতি বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি। ১৪ ঘণ্টার তল্লাশি শেষ টাকার পাহাড় উদ্ধার হয় চন্দ্রনাথের বাড়ি থেকে। চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা।

সেইসঙ্গেই বাজেয়াপ্ত হয় মন্ত্রীর সর্বক্ষণের ‘সঙ্গী’ মোবাইল ফোনটি। সিএফএসএলে তা পরীক্ষার জন্য পাঠানোও হয়। কিন্তু মোবাইল ফোনটি আনলক করা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিছুতেই তা খোলা যাচ্ছিল না। তবে এমন পাসওয়ার্ডই ছিল যার কারণে তদন্তকারীদের তা খুলতে যথেষ্ট বেগ পেতে হয়। ইডি সূত্রে খবর, চন্দ্রনাথকেই ডাকা হয়েছিল মোবাইল ফোনটি আনলক করতে। তবে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী যাননি, বদলে প্রতিনিধি পাঠান। মন্ত্রীর ফোনের পাসওয়ার্ডেই সমস্ত রহস্য অধরা ছিল। ফোন খোলার পর এবার মিলতে পারে অনেক কিছুই।

Next Article