Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে নারাজ ইডি, সোমবারই আদালতের দ্বারস্থ হবে জেল কর্তৃপক্ষ: সূত্র

Chandra Shekhar Chatterjee | Edited By: Sukla Bhattacharjee

Mar 05, 2023 | 5:53 PM

রাজ্য পুলিশের দায়িত্বে অনুব্রতকে দিল্লি পাঠানোর ব্যবস্থার আবেদন জানিয়ে ইডি-ও সোমবার আসানসোল আদালতে যাবে।

Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে নারাজ ইডি, সোমবারই আদালতের দ্বারস্থ হবে জেল কর্তৃপক্ষ: সূত্র
আসানসোল জেলে রয়েছেন অনুব্রত।

Follow Us

আসানসোল: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার ব্যাপারে এবার হাত তুলে নিল ইডি। কেন্দ্রীয় বাহিনী নয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের উপরই ঠেলে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ED)। মৌখিকভাবে জানানো নয়, বিষয়টি জানিয়ে আসানসোল জেল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে ইডি। এদিকে, অনুব্রতকে দিল্লি পাঠানোর দায়িত্ব নিতে নারাজ রাজ্য পুলিশ। ফলে বেকায়দায় আসানসোল জেল কর্তৃপক্ষ। যা নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। সোমবার ফের আদালতের দ্বারস্থ হবে ইডি (ED)।

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের উপরই ঠেলে দিয়েছে ইডি। ইডি-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে আসার দায়িত্ব আমাদের নয়। যেভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, সেভাবেই অনুব্রতকেও দিল্লি আনতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার যে প্রস্তাব জেল কর্তৃপক্ষ মারফত দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারের তরফে ইডি-কে দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। ফলে এখন অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বেকায়দায় পড়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ইতিমধ্যে পুরো বিষয়টি জানিয়ে আইজি কারা দফতরকে চিঠি দিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সোমবার পুরো বিষয়টা জানিয়ে আসানসোল CBI আদালতের দ্বারস্থ হবে জেল কর্তৃপক্ষ। এদিকে, রাজ্য পুলিশের দায়িত্বে অনুব্রতকে দিল্লি পাঠানোর ব্যবস্থার আবেদন জানিয়ে ইডি-ও সোমবার আসানসোল আদালতে যাবে।

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে রাউজ অ্যাভিনিউ কোর্টের পর শনিবার ইডি-কে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, তারপরেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে ইডি-পুলিশের টানাপোড়েনে অনুব্রতর এখনও দিল্লি যাওয়া হয়ে ওঠেনি। এর আগে গত ডিসেম্বরে যখন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠেছিল, তখন ইডি-র গোয়েন্দারা আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জেল থেকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি যাত্রার তোড়জোড় শুরু করেছিলেন। কিন্তু, শিবঠাকুর মণ্ডল অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করায় তাঁকে আর দিল্লি নিয়ে যেতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার সেরকম কোনও পরিস্থিতি হয়নি। তবু ইডি-র তরফে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কোনও তৎপরতা দেখা যায়নি। কার দায়িত্বে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে, সেটা নিয়েই এখন জলঘোলা শুরু হয়েছে।

Next Article