ED Raid: এবার কামারহাটি পুরসভায় হাজির ED অফিসাররা
ED Raid: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডি-র।
সাত সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানা। তাঁর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডি-র।
LIVE NEWS & UPDATES
-
‘ভাবমূর্তি ঠিক করার জন্য নয়ত?’ প্রশ্ন নওশাদের
আজ সকাল থেকে যে তল্লাশি হচ্ছে। সেই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে বলেন, “এটা ED-র ভাবমূর্তি ঠিক করার জন্য নয়ত? আমরা চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হোক। দোষীরা শাস্তি পাক। অনেক তদন্ত হচ্ছে। সারদা-নারদ আজও শেষ হয়নি। বিচার হয়নি। গরিব মানুষ টাকা ফেরত পাননি।”
-
কামারহাটি পুরসভায় পৌঁছল ED
কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়ির পর এবার তল্লাশি চালাতে ইডি পৌঁছেছে কামারহাটি পুরসভায়। তল্লাশি অভিযান শুরু করল ইডির আধিকারিকেরা। তিন সদস্যের প্রতিনিধি দল তল্লাশি অভিযান শুরু করেছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কামারহাটি পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
-
-
রথীন ঘোষের বাড়িতে ইডি-র ক্ষোভ মধ্যমগ্রামবাসীর
রথীন ঘোষের বাড়িতে ইডি-র তল্লাশিতে বিক্ষোভ। ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। মধ্যমগ্রামের বাসিন্দাদের দাবি, “রথীন ঘোষের মতো মানুষ হয় না।”
-
চিকিৎসককে ঢুকতে দিন, ইডি-র তল্লাশির খবর পেয়েই চেয়ারম্যানের বাড়িতে ছুটলেন কাউন্সিলর
কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে এলেন শ্যামল চক্রবর্তী (CI কামারহাটি পৌরসভা)। দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরের থাকা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বললেন তিনি। শ্যামলবাবু বলেন, “চেয়ারম্যান শারীরিক ভাবে অসুস্থ। ভিতরের একজন চিজিৎসক ও আইনজীবীর থাকার অনুমতি দেওয়া হোক।” ইডির তরফে জানানো হয় চিকিৎসার প্রয়োজন হলে তাঁরাই ব্যবস্থা করবেন। পাশাপাশি আরও জানানো হয়, উনি ঠিক আছে। তবে নিজে কোনও অসুস্থতার কথা জানাননি গোপাল সাহা।
-
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও হানা
প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপালের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হানা গোয়েন্দাদের। সকাল পৌনে ছটা নাগাদ আসেন ইডি আধিকারিকরা।
-
-
টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে ED
টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন গোয়েন্দারা। চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, তিন সদস্যের প্রতিনিধি তল্লাশি চালাচ্ছে প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে।
-
মধ্যমগ্রাম পুরসভার দুর্নীতির তদন্ত, খাদ্যমন্ত্রীর বাড়িতে ED
আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীর বাড়িতে সকালবেলাই হানা।
বিস্তারিত পড়ুন: ED Raid Rathin Ghosh House: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি
-
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে হানা ED-র
দক্ষিণ দমদম, বরাহনগরের পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন উত্তর ২৪ পরগনার ১২ থেকে ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে।
-
বরাহনগর পুরসভার চেয়ারম্যানের বাড়িতে হানা গোয়েন্দাদের
বরাহনগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মল্লিকের বাড়িতেও পৌঁছেছে ইডি-র তদন্তকারী দল। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে হানা।
-
দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতে ED
দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তল্লাশি। রথীন ঘোষের বাড়ির পাশাপাশি এখানেও চলছে তল্লাশি অভিযান। এ দিন পৌনে সাতটা নাগাদ পাঁচুর বাড়িতে পৌঁছয় গোয়েন্দারা। দলে রয়েছেন পাঁচ সদস্য। এর আগে সিবিআই দক্ষিণ দমদম পুরসভায় তদন্তে গিয়েছিল সিবিআই। জানা যাচ্ছে, পাঁচু রায় এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন।
Published On - Oct 05,2023 9:02 AM