ED Raid Kasba: ২১ ঘণ্টা তল্লাশি, ভোর ৪টেয় কসবার ফ্ল্যাট থেকে কেবল নথি হাতে বেরল ইডি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2023 | 8:49 AM

ED Raid Kasba: গত বছরই জুলাই মাসে তাঁকে আনন্দপুর থানার পুলিশ একটি মামলাকে গ্রেফতার করেছিল। শেক্সপিয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

ED Raid Kasba: ২১ ঘণ্টা তল্লাশি, ভোর ৪টেয় কসবার ফ্ল্যাট থেকে কেবল নথি হাতে বেরল ইডি
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর ভোর ৪.১০ মিনিট নাগাদ ইডি অফিসাররা কসবার অভিজাত আবাসন থেকে বেরিয়ে যান। সঙ্গে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কসবার ওই অভিজাত আবাসনে অতর্কিতে হানা দেয় ইডি। ওই ফ্ল্যাটটি বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। গত বছরই জুলাই মাসে তাঁকে আনন্দপুর থানার পুলিশ একটি মামলাকে গ্রেফতার করেছিল। শেক্সপিয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

তাঁর বিরুদ্ধে ৩৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গত বছর গ্রেফতার হলেও পরে জামিন পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরে টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন তিনি।

একাধিক ব্যক্তি ও চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বছর গ্রেফতার হলেও পরে জামিন পান তিনি। এবার সেই ব্যক্তির ফ্ল্যাটেই অভিযান চালায় ইডি। রাতভর চলে তল্লাশি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তবে কাউকে গ্রেফতার করেননি ইডি আধিকারিকরা।

চলতি মাসে শহরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। গত সপ্তাহেই ১০-১২ জনের দিল্লির আধিকারিকদের দল হানা দেয় বালিগঞ্জে। চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই বালিগঞ্জে নির্মাণ সংস্থা ‘গজরাজ গ্রুপ’ সংস্থার কর্ণধার বিক্রম শিকারিয়ার বাড়ি ও অফিসে হানা দিয়েছিল ইডি। দিল্লি ইডি দফতরের আধিকারিকদের অভিযানের ব্যাপারে টেরই পাননি কলকাতার আধিকারিকরা। সেটি অবশ্য কয়লা পাচার চক্রের এক চক্রী ব্যবসায়ী রত্নেশ ভর্মাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েছিল।

Next Article