ED: প্যাকেটে প্যাকেটে মোড়া সোনা! কলকাতার ব্যবসায়ীর গ্যারেজে ঢুকে চোখ কপালে ইডি অফিসারদের

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2024 | 10:51 PM

ED: ইডি সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক সহ মোট ২৭টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে ঠকিয়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা হস্তগত করেছেন ওই ব্যবসায়ী। ব্যাঙ্ক প্রতারণার বড় অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ED: প্যাকেটে প্যাকেটে মোড়া সোনা! কলকাতার ব্যবসায়ীর গ্যারেজে ঢুকে চোখ কপালে ইডি অফিসারদের
উদ্ধার হওয়া গাড়ি-সোনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কোটি কোটি বললেও বোঝানো যাবে না। কয়েক হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছে স্টিল সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকা। আর তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যা দেখলেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে। সেই ছবিও প্রকাশ করেছে ইডি।

ইডি সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক সহ মোট ২৭টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে ঠকিয়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা হস্তগত করেছেন ওই ব্যবসায়ী। ব্যাঙ্ক প্রতারণার বড় অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিবিআইও ওই ব্যবসায়ীর সংস্থা সম্পর্কে তৎপর। কেন্দ্রীয় সংস্থার ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখাতেও মামলা রয়েছে সংস্থার বিরুদ্ধে।

সূত্রের খবর ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে চার কোটি টাকার গয়না। এছাড়াও গ্যারেজে মিলেছে চারটি বিলাসবহুল গাড়ি। গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

বর্তমানে একাধিক কোম্পানির ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন। বিপুল পরিমাণে টাকা ব্যাঙ্ক থেকে নিয়ে সেই ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর নামে। ইডির আধিকারিকদের অনুমান, বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে।

মঙ্গলবার থেকেই চলছিল তল্লাশি। একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল ইডি। সঞ্জয় সুরেকাকে তাঁর বালিগঞ্জের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অসঙ্গতি ধরে ফেলার পর তাঁকে গ্রেফতার করা হয়।

Next Article