কলকাতা: কয়লা-কাণ্ডে ফের ইডি-র তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। আগামী ২৯ মার্চ নথিপত্র নিয়ে তলব করা হয়েছে তাঁকে। শুধু মন্ত্রীই নয়, এই মামলায় তলব করা হয়েছে তাঁর আপ্ত সহায়ককেও। ২৩ মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার তলব করা হয়েছে তাঁকে। আয় ও ব্যয় সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁদের। ঠিক যেদিন গরু পাচার মামলায় তিহাড় জেলে গেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, সেদিনই নোটিস পাঠানো হল আইনমন্ত্রী ও তাঁর আপ্ত সহায়ককে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ মেল করা হয় আইনমন্ত্রীকে। মেল পৌঁছেছে কিনা সেই বিষয়টি নিশ্চিতও করা হয়েছে ইডি-র তরফে। ইডি সূত্রে খবর, আসানসোল পুরসভার কাউন্সিলরকেও ডাকা হতে পারে।
দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রী ও তাঁর সহযোগীকে। এর আগেও একাধিকবার মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছে, তবে বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। মাত্র একবারই দিল্লিতে গিয়েছিলেন মলয় ঘটক। পরে সিবিআই আধিকারিকেরা তাঁর বাড়িতে তল্লাশি চালায়। গত বছরের সেপ্টেম্বর মাসে তল্লাশি চালানো হয়েছিল তাঁর আসানসোলের বাড়িতে। দিনভর তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। পাশাপাশি কলকাতার বাড়িতে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল মন্ত্রীকে। এবার ফের একবার তলব।
কয়লা পাচার-কাণ্ডে প্রথম থেকেই সামনে এসেছিল আসানসোলের এই বিধায়কের নাম। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসেবে মলয় ঘটকের কোনও ভূমিকা ছিল কি না, তিনি কোনওভাবে লাভবান হয়েছিলেন কি না, কোনও রকম প্রভাব খাটিয়েচিলেন কি না, সে সবই খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকেরা।
উল্লেখ্য, মলয় ঘটক শুধু মন্ত্রী নন, শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাও বটে। গোয়েন্দাদের নজরে থাকা সত্ত্বেও সাম্প্রতিক বৈঠকে মলয়ের ওপরেই দুই জেলার সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পুরুলিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।