ED-র র‌্যাডারে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান, তল্লাশির পর এবার তলব

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 11, 2023 | 11:57 AM

Recruitment Scam: দক্ষিণ দমদম পৌরসভায় ২০১৪-২০১৮ সালের মধ্যে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে ওই পৌরসভায় উপ পৌরপ্রধান ছিলেন না তিনি। তবুও ইডি-র র‌্যাডারে রয়েছেন তিনি। কারণ তিনি তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন।

ED-র র‌্যাডারে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান, তল্লাশির পর এবার তলব
ইডি অফিস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানকে ইডি-র তলব। নিতাই দত্তকে ইডি দফতরে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবারই নিতাই দত্তের বাড়িতে ইডি তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। সেখান থেকেই পৌরসভার বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি জোগাড় করেন। তারপরই তলব করা হয়েছে তাঁকে। পুর নিয়োগ দুর্নীতিতে আগে থেকেই ইডি-র স্ক্যানারে ছিলেন নিতাই।

দক্ষিণ দমদম পৌরসভায় ২০১৪-২০১৮ সালের মধ্যে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে ওই পৌরসভায় উপ পৌরপ্রধান ছিলেন না তিনি। তবুও ইডি-র র‌্যাডারে রয়েছেন তিনি। কারণ তিনি তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন। ঘনিষ্ঠদের একাংশ বলছেন, সুজিত বসুর অনেক কাজই একা হাতে সামলাতেন নিতাই। বৃহস্পতিবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সে বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

সেদিন দক্ষিণ দমদম পৌরসভার এক্সিকিউটিভ আধিকারিক অলোক মৌলিকের ঘরেও তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। সেদিন ডেকে পাঠানো হয়েছিল পৌরসভার সেক্রেটারি প্রসূনকুমার সরকারকেও।

পুজোর আগে পুরনিয়োগ দুর্নীতির তদন্তের জাল গোটাতে রীতিমতো তেড়েফুঁড়ে উঠেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে হানা দিয়েছে ইডি। নজরে এবার চালকল। শান্তিপুরে একটি রাইস মিলে গিয়েছেন তদন্তকারীরা। চালকলের বাইরের এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বুধবার সকালে এক যোগে পাঁচ জায়গায় হানা দিয়েছে ইডি-র পাঁচটি দল। শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট, কৃষ্ণনগরে তল্লাশি চলছে।

Next Article