Enforcement Directorate: রায় পুনর্বিবেচনা করা হোক, বিচারপতি সিনহার বেঞ্চে আর্জি ED-র

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 12, 2023 | 1:47 PM

Justice Amrita Sinha: বর্তমানে ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার মিথিলেশ মিশ্র। ২০২২ সাল থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তাঁকেই সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।

Enforcement Directorate: রায় পুনর্বিবেচনা করা হোক, বিচারপতি সিনহার বেঞ্চে আর্জি ED-র
হাইকোর্টের দ্বারস্থ ED
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রকে। পরে তাঁকে নিয়োগ মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আরও নির্দেশ দেওয়া হয়েছিল যে ওই আধিকারিক পশ্চিমবঙ্গের আর কোনও মামলার দায়িত্ব পাবেন না। সেই রায়ের অংশবিশেষ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার আদালতের দ্বারস্থ ইডি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার হতে পারে সেই মামলার শুনানি।

এ রাজ্যে নিয়োগ মামলার তদন্তে দায়িত্বে ছিলেন ইডি আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র। মামলার শুনানিতে বিচারপতি তাঁকে তদন্ত সংক্রান্ত প্রশ্ন করলেও সদুত্তর পাননি। তদন্তের গতি এত শ্লথ কেন, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওই অফিসারকে। এরপরই তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওই দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেন বিচারপতি।

তবে রাজ্যের কোনও তদন্তেই দায়িত্ব না দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, রায়ের সেই অংশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এছাড়া হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, মিথিলেশ কুমার মিশ্র এই ধরনের তদন্তের জন্য যোগ্য নন। এরকম একাধিক পর্যবেক্ষণ নির্দেশনামায় উল্লেখ করা হয়েছিল। সেই অংশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার এই মিথিলেশ মিশ্র। ২০২২ সাল থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তিনি দায়িত্বে আসার পরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি, উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য-সহ মোট ৭ জন প্রভাবশালী অভিযুক্তের গ্রেফতারিও হয়েছে তিনি দায়িত্বে আসার পরই।

Next Article