কলকাতা: বিগত কয়েকদিন ঠান্ডার দাপট ভাল থাকলেও সুখ আর বেশি স্থায়ী হবে না শীতপ্রেমীদের। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। এমনটাই বলছে হাওয়া অফিসের কর্তারা। তবে বিগত কয়েকদিনের মতোই দক্ষিণবঙ্গের পাশাপাশি কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গেও।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দার্জিলিং-সহ চার জেলায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দৃশ্যমানতা। উত্তরে আবার বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। তুষারপাতের সম্ভাবনা থাকছে উঁচু পাহাড়ি অঞ্চলগুলিতে।
এদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মোটের উপর পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫০ থেকে ৯৬ শতাংশের মধ্যে।