Kolkata Metro: পুজোর ভিড় সামাল দিতে তৎপর মেট্রো, নোয়াপাড়ায় জোর কদমে চলছে রেকগুলির স্বাস্থ্য পরীক্ষা

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Oct 17, 2023 | 8:21 PM

Kolkata Metro: কয়েকদিন আগেই আমার সিগন্যালিংয়ের সমস্যার জন্য শ্যামবাজারের কাছে দেখা গিয়েছিল মেট্রো বিভ্রাট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল একাধিক মেট্রো। তাই পুজোয় এই সমস্যার পুনরাবৃত্তি যাতে না দেখা যায় সে জন্য তৎপরতা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।

Kolkata Metro: পুজোর ভিড় সামাল দিতে তৎপর মেট্রো, নোয়াপাড়ায় জোর কদমে চলছে রেকগুলির স্বাস্থ্য পরীক্ষা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পুজোয় বাড়ছে ভিড়। গতবারের তুলনায় বাড়ছে রাস্তায় যানজট। তাই যাতায়াত, ঠাকুর দেখার জন্য মানুষের কাছে প্রধান অস্ত্র মেট্রো। সেই মেট্রো পুজোর জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে পুজোর আগে শপিং মুখী মানুষের ভিড় সামাল দিতে গত মাস থেকেই স্পেশ্যাল মেট্রো চলেছে। চলেছে শেষ ১৫ অক্টোবর পর্যন্ত। পুজোতেও রাতভর চলবে স্পেশ্যাল মেট্রো। এদিকে কয়েকদিন আগেই আমার সিগন্যালিংয়ের সমস্যার জন্য শ্যামবাজারের কাছে দেখা গিয়েছিল মেট্রো বিভ্রাট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল একাধিক মেট্রো। তাই পুজোয় এই সমস্যার পুনরাবৃত্তি যাতে না দেখা যায় সে জন্য তৎপরতা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। বেশ কিছু বিষয়ে দেওয়া হচ্ছে বিশেষ নজর। 

  • প্রতিটি রেকের সমস্ত কোচের মোটরিং এবং ব্রেকিং সিস্টেম চেক করা হচ্ছে

 

  • জরুরি আলো, যাত্রীদের অ্যালার্ম, সিগন্যাল বেল, দরজার সতর্কতা বেল, মার্কার এবং টেইল ল্যাম্প, হেডলাইট, ক্যাব লাইট (গার্ড এবং ড্রাইভার), উভয় ড্রাইভিং ক্যাব থেকে ফ্ল্যাশার টেস্ট করা হচ্ছে

 

  • ইনভার্টার এবং আউটপুট চেকিং, ভোল্টেজ, বৈদ্যুতিক জনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

 

  • হর্ন, ওয়াইপার, ব্রেকের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

 

  • জরুরি ব্রেকিং সিস্টেমও টেস্ট করা হচ্ছে।

 

  • সমস্ত দরজার অপারেশন ঠিকঠাক আছে কিনা তাও চেকিং করা হচ্ছে

 

  • মেট্রোর ভিতরে যাত্রীদের জন্য মাইকিং ও ডিসপ্লেতে স্টেশনের তথ্য দেখানো হয় তা ঠিকঠাক আছে কিনা দেখানো হচ্ছে। 

 

বর্তমানে, উত্তর-দক্ষিণ মেট্রোতে ১৬টি মেধা রেক, ১৩টি আইসিএফ রেক এবং ১টি ডালিয়ান রেক চালু রয়েছে। সমস্ত মেট্রো রেকগুলির রক্ষণাবেক্ষণের কাজ চলছে নোয়াপাড়ার মেট্রো কারশেডে। 

 

Next Article