কলকাতা: পুজোয় বাড়ছে ভিড়। গতবারের তুলনায় বাড়ছে রাস্তায় যানজট। তাই যাতায়াত, ঠাকুর দেখার জন্য মানুষের কাছে প্রধান অস্ত্র মেট্রো। সেই মেট্রো পুজোর জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে পুজোর আগে শপিং মুখী মানুষের ভিড় সামাল দিতে গত মাস থেকেই স্পেশ্যাল মেট্রো চলেছে। চলেছে শেষ ১৫ অক্টোবর পর্যন্ত। পুজোতেও রাতভর চলবে স্পেশ্যাল মেট্রো। এদিকে কয়েকদিন আগেই আমার সিগন্যালিংয়ের সমস্যার জন্য শ্যামবাজারের কাছে দেখা গিয়েছিল মেট্রো বিভ্রাট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল একাধিক মেট্রো। তাই পুজোয় এই সমস্যার পুনরাবৃত্তি যাতে না দেখা যায় সে জন্য তৎপরতা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। বেশ কিছু বিষয়ে দেওয়া হচ্ছে বিশেষ নজর।
বর্তমানে, উত্তর-দক্ষিণ মেট্রোতে ১৬টি মেধা রেক, ১৩টি আইসিএফ রেক এবং ১টি ডালিয়ান রেক চালু রয়েছে। সমস্ত মেট্রো রেকগুলির রক্ষণাবেক্ষণের কাজ চলছে নোয়াপাড়ার মেট্রো কারশেডে।