কলকাতা : এগরার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। বিস্ফোরণের প্রাবল্যে দেহাংশ ছিটকে পড়েছে এদিক ওদিক। এই পরিস্থিতির ছবি দেখে শিউরে উঠলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এগরার বিস্ফোরণ স্থলের ছবি দেখে এদিন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সেই ছবি দেখে বলে ওঠেন, ‘হে ভগবান এত ছিন্নভিন্ন দেহ।’
এগরার বিস্ফোরণের ঘটনায় এদিন সিআইডি-র হাতে তদন্তভার রেখেছে হাইকোর্ট। তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিস্ফোরক আইন মেনে সেই তদন্ত করবে সিআইডি। এদিন তেমনটাই জানানো হয়েছে আদালতের তরফে। সেই সঙ্গে এলাকায় যাতে পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়, তেমন নির্দেশও দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুরের এগরায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, তাতে বাজি কারখানা কার্যত উড়ে যায়। কারখানার ভিতরে সেই সময় অনেকেই ছিলেন বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দেহাংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ৯ জনের দেহ উদ্ধার হলেও আরও অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন এলাকার লোকজন। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলে পুকুর ছেঁচার কাজ। যদিও সেখান থেকে আর কোনও দেহ পাওয়া যায়নি। এদিন আদালতে সেই ছবিই দেখানো হয় প্রধান বিচারপতিকে।
প্রাথমিকভাবে বাজি কারখানায় বিস্ফোরণ বলে দাবি করে পুলিশ। তবে বিরোধীদের দাবি, আসলে বাজি কারখানার নামে চলছিল বোমা বানানোর কাজ। এই ঘটনার পর বুধবারই এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।