Egra Blast: NIA নয়, এগরা বিস্ফোরণ-কাণ্ডে তদন্ত করবে CID, নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 19, 2023 | 12:29 AM

Egra Blast: বিজেপি দাবি করেছে, আদতে এগরায় বাজি কারখানা ছিল নাকি অন্য কোনও কাজ হচ্ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। সে কারণেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Egra Blast: NIA নয়, এগরা বিস্ফোরণ-কাণ্ডে তদন্ত করবে CID, নির্দেশ হাইকোর্টের
এগরা বিস্ফোরণ-কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ

Follow Us

কলকাতা: এগরার বিস্ফোরণের ঘটনায় সিআইডি-কে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিস্ফোরক আইন মেনে তদন্ত করবে সিয়াইডি। আদালতে এনআইএ তদন্তের আর্জি জানাল হলেও, এখনও সে ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, ওই এলাকায় পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ৯ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে বাজি কারখানায় বিস্ফোরণ বলে দাবি করে পুলিশ। তবে বিরোধীদের দাবি, আসলে বাজি কারখানার নামে চলছিল বোমা বানানোর কাজ। এই ঘটনার পর বুধবারই এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। এদিন রাজ্যের তরফে এফআইআর করার কথা আদালতে জানানো হয়েছে। সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে রাজ্য। বিস্ফোরক আইনে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১২ জুন এই মামলার পরবর্রতী শুনানি।

এগরার বিস্ফোরণ স্থলের ছবি দেখে এদিন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলে ওঠেন, ‘হে ভগবান এত ছিন্নভিন্ন দেহ।’ উল্লেখ্য, এখনও এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুজন।

বিজেপি দাবি করেছে, আদতে এগরায় বাজি কারখানা ছিল নাকি অন্য কোনও কাজ হচ্ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। সে কারণেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের সেই দাবিতে কার্যত সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এনআইএ তদন্তে যে তাঁর আপত্তি নেই, সে কথা জানিয়েছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন।

Next Article