Election Commission: ভোটে কালো টাকার লেনদেনে নজর রাখবে ইডি, পোর্টাল তৈরি করছে কমিশন

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2024 | 5:14 PM

Election Commission: তিনি আরও বলেন, "রাজ্যে যতগুলো হেলিপ্যাড, বিমানবন্দর রয়েছে, সেখানে কড়া নজরদারি থাকবে। জেলাশাসক যখন কোনও হেলিকপ্টার কিংবা বিমানকে অবতরণের সবুজ সঙ্কেত দেবেন, তখন খবর ইনকাম ট্যাক্স ও  এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও দিতে হবে।"

Election Commission: ভোটে কালো টাকার লেনদেনে নজর রাখবে ইডি, পোর্টাল তৈরি করছে কমিশন
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভোট নজরদারিতে এবার ইডি-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনে সন্ত্রাস কোনওভাবেই বরদাস্ত নয়। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে একটা পোর্টাল তৈরি হবে, যেভাবে কোনওভাবেই কালো টাকার ব্যবহার না হয় নির্বাচন কমিশনে।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “বৈঠকে সব কেন্দ্রীয় এজেন্সিকে ডাকা হয়েছিল। সেস্ট পুলিশ, এক্সাইস, জিএসটি, নারকোটিক্স, এসএসবি, ডিআরআই সবাই- রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সিকে বৈঠকে ডাকা হয়েছিল। ওদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনে যাতে কোনওভাবেই অর্থশক্তিকে বরদাস্ত করা না হয়। SLBC কে বলা হয়েছে, ব্যাঙ্কের টাকা ওদের ভ্যানেই বিকাল ৫ টার পর আর রাস্তায় না বেরোয়।” তিনি আরও বলেন, “রাজ্যে যতগুলো হেলিপ্যাড, বিমানবন্দর রয়েছে, সেখানে কড়া নজরদারি থাকবে। জেলাশাসক যখন কোনও হেলিকপ্টার কিংবা বিমানকে অবতরণের সবুজ সঙ্কেত দেবেন, তখন খবর ইনকাম ট্যাক্স ও  এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও দিতে হবে।” এবারের নির্বাচনে পেশিশক্তি ও অর্থশক্তি দমনে একেবারে কড়া পদক্ষেপ করেছেন নির্বাচন কমিশন। এবার সেই বিষয়টিই কড়া হাতে দমন করতে চায় কমিশন।

Next Article