Bhabanipur Bypoll Results 2021: কোনও বিজয় উৎসব নয়, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কমিশনের, মানবে কে?

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 03, 2021 | 1:34 PM

Election Commission: রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। চিঠিতে কমিশনের নির্দেশ, কোনও বিজয় উৎসব উদযাপন করা যাবে না। ভোট পরবর্তী হিংসার কোনও ঘটনা এড়াতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

Bhabanipur Bypoll Results 2021: কোনও বিজয় উৎসব নয়, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কমিশনের, মানবে কে?
তৃণমূলের উৎসব। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By Election) বিপুল জয়ের সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি জঙ্গিপুর, সামসেরগঞ্জেও তৃণমূল (TMC) এগিয়ে। জয়ের গন্ধ পেতেই কলকাতা সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে আবির খেলা, মিষ্টি বিলি, নাচ-গান। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। চিঠিতে কমিশনের নির্দেশ, কোনও বিজয় উৎসব উদযাপন করা যাবে না। ভোট পরবর্তী হিংসার কোনও ঘটনা এড়াতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। রবিবার মুখ্যসচিবকে এমনই চিঠি দিল কমিশন।

করোনা আবহে রাজ্যের তিন জায়গায় ভোট হয়েছে। রবিবার তার ফলপ্রকাশ। সব জায়গাতেই জয়জয়কার রাজ্যের শাসক শিবিরের। শুরু হয়েছে সেলিব্রেশন। প্রথমত, ভোট মিটে গিয়েছে। আজ ফলপ্রকাশ। তার পর কোনও হিংসার ঘটনা যেন না ঘটে তা নিয়ে প্রশাসনকে বিশেষ পদক্ষেপ করতে হবে। একুশের ভোটের পর যেমন হিংসার অভিযোগ উঠেছিল, তেমন ঘটনা যাতে না ঘটে তা নিয়ে সতর্ক করেছে কমিশন।

দ্বিতীয়ত, জয়ী রাজনৈতিক দলের সেলিব্রেশন যাতে কোনওভাবেই করোনা বিধি না ভাঙে সেদিকে নজর দিতে বলা হয়েছে। বাজি ফাটানো, লোকজন জুটিয়ে আনন্দ উৎসব করা একেবারেই চলবে না। করোনা পরিস্থিতিতে এগুলো এড়িয়ে চলতেই হবে বলে মুখ্যসচিবকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে কমিশন। প্রশাসন যেন এ ব্যাপারে কড়া পদক্ষেপ করে সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে।

তবে সেই নির্দেশ কতটা জারি করতে পারবে প্রশাসন, সে প্রশ্ন থেকেই যায়। বিশেষত বিজয় মিছিল কীভাবে আটকাবেন এ নিয়ে প্রশাসন-ও সন্দিহান। কারণ, বিজেপিকে উড়িয়ে দিয়ে কার্যত বড় উৎসবে মুখর হয়েছে তৃণমূল। মদন মিত্রের মতো নেতাদের উপস্থিতিতেই দেখা গেল বিজয় উৎসব। যদিও মন্ত্রী তথা মমতার হয়ে ভোট প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছেন সেই ফিরহাদ হাকিম বলছেন, কমিশনের নির্দেশ মানতেই হবে। তিনি নিজেও কর্মীদের বলেছেন বিজয় উৎসব করতে না। তবে একটু আবির খেলে নিজেদের মধ্য মাংস-ভাত খেয়ে কর্মীদের আনন্দ করতে বলেছেন তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীও তাঁকে হোয়াটসঅ্যাপে করোনা বিধি মেনে চলতে বলেছেন বলে টিভি নাইন বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ।

যদিও কালীঘাট থেকে জঙ্গিপুর ছবিটা আলাদা। জায়গায় জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ও আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। তাই কমিশনের নির্দেশ কতটা বলবৎ হবে সে প্রশ্ন থেকেই গিয়েছে।

এদিকে গতকাল, অর্থাৎ শনিবার এক চিঠিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে রাজ্যপালকে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে চিঠি দেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই প্রেক্ষিতে কমিশনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Bhabanipur Bypoll Results 2021: নন্দীগ্রাম থেকে শিক্ষা নিয়ে ভবানীপুরে ‘অতি-সাবধানী’ কমিশন

Next Article