ECI: সিইও-দের সঙ্গে বৈঠকে বসছে কমিশন, তারপরই কি বাংলায় SIR-র ঘোষণা?
ECI on SIR: আর মাস সাতেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বিজেপি নেতারা বলছেন, এসআইআর হওয়ার পরই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। এমনকি, রাজ্যের শাসকদল তৃণমূল যখন এই নিয়ে সরব, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দেন, বাংলায় এসআইআর হবে।

কলকাতা ও নয়াদিল্লি: বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা(SIR)-র পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। বাংলাতেও কি SIR-র পরই বিধানসভা নির্বাচন হবে? বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে। এই আবহে সব রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজধানী দিল্লিতে ২ দিনের বৈঠক হবে। বুধ ও বৃহস্পতিবার CEO-দের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনৈতিক চাপানউতোর দেখা গিয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল। তবে নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ ভোটার তালিকার জন্যই এসআইআর করা হয়েছে। প্রশ্ন ওঠে, বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও কি এসআইআর হবে? নির্বাচন কমিশন স্পষ্ট করে দেয়, দেশব্যাপীই এসআইআর হবে। তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে আগে এসআইআর শেষ করতে কমিশন যে তৎপর, তা বুঝিয়ে দেয়।
আর মাস সাতেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বিজেপি নেতারা বলছেন, এসআইআর হওয়ার পরই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। এমনকি, রাজ্যের শাসকদল তৃণমূল যখন এই নিয়ে সরব, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দেন, বাংলায় এসআইআর হবে।
বাংলায় এসআইআর নিয়ে যে নির্বাচন কমিশনও তৎপর হয়েছে, তা কমিশনের একাধিক পদক্ষেপে স্পষ্ট। গত সপ্তাহেই ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করতে জেলাগুলির আধিকারিকদের নির্দেশ দিয়েছিল কমিশন। বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। কারণ, জেলায় জেলায় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার পার্থক্য কতটা, তা জানা যাবে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে। এতে SIR-র ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশন বাংলায় যত দ্রুত সম্ভব এসআইআর শুরু করতে চাইছে বলে জানা গিয়েছে। বাংলার পাশাপাশি আর কোন রাজ্যে এই মুহূর্তে এসআইআর শুরু করতে পারে কমিশন, তা নিয়েও জল্পনা চলছে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে বুধ ও বৃহস্পতিবার সব রাজ্যের CEO-দের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার। ওই বৈঠকের পর বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হবে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে।
