কলকাতা: পঞ্চায়েত ভোটের রণকৌশল প্রায় প্রস্তুত। আর মাত্র ৫ দিন পরই একদফায় হবে ভোট গ্রহণ। ৮ জুলাই অর্থাৎ আগামী শনিবারের সেই ভোটে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন। কোথায় কোন বাহিনী মোতায়েন করা হবে, সেই হিসেব ইতিমধ্যেই কষে ফেলেছে কমিশন। সব ভোটগ্রহণ কেন্দ্রেই ১৪৪ ধারা জারি থাকবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রায় ৭০ হাজার সশস্ত্র বাহিনী দিচ্ছে রাজ্য।
কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৭০ হাজার সশস্ত্র বাহিনী ও ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে নাকা চেকিং, এরিয়া ডমিনেশনে। ৮৫০০ মোবাইল ভ্যান রাখা হবে বলেও জানা গিয়েছে। প্রত্যেক বুথেই থাকবে সশস্ত্র বাহিনী। তবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, সেই তালিকা প্রকাশ হয়নি এখনও।
ইতিমধ্যেই স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ৪ হাজার ৮৩৪ বুথকে স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়েছে। সেগুলিতে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। বুথের জন্য রাখা হয়েছে মোট ৬৬ হাজার সশস্ত্র বাহিনী। ভোটকর্মীদের তথ্য যাতে গোপন থাকে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে এনআইসি-কে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ৯৫ শতাংশ বুথে থাকবে সিসিটিভি। আর ৫ শতাংশ বুথে ভিডিয়ো রেকর্ড করা হবে।
উল্লেখ্য, নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। বিশেষত ভোটের আগে যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছিল আদালতও। আদালতের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন। কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। ৪৮৫ কোম্পানির জন্য অনুমোদন পাওয়া বাকি ছিল। সেটাও মিলেছে ইতিমধ্যেই। ফলে ৮২২ কোম্পানি দিয়েই ভোট হবে বলে জানা গিয়েছে।