Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের
Sukanta Majumdar: আগামী মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সুকান্ত মজুমদারকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। জানাতে হবে, কেন সেই বিজ্ঞাপনগুলিকে আদর্শ আচরণবিধি ভাঙার সমান হিসাবে ধরা হবে না। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না দেন, তাহলে তারা ধরে নেবে এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির কোনও বক্তব্য নেই। সেইমতো কমিশন পদক্ষেপ করবে।

কলকাতা: ভোটবাংলায় বিজ্ঞাপন নিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল। ‘মিসলিডিং’ বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল। পঞ্চম দফার ভোটের দু’দিন আগে তা নিয়েই বিড়ম্বনায় রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতিকে শোকজ নোটিস দিল নির্বাচন কমিশন। এ নিয়ে সুকান্ত অবশ্য় বলেন, “উত্তর দেবো। তবে নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ হতে হবে।”
আগামী মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সুকান্ত মজুমদারকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। জানাতে হবে, কেন সেই বিজ্ঞাপনগুলিকে আদর্শ আচরণবিধি ভাঙার সমান হিসাবে ধরা হবে না। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না দেন, তাহলে তারা ধরে নেবে এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির কোনও বক্তব্য নেই। সেইমতো কমিশন পদক্ষেপ করবে।
তৃণমূলের অভিযোগ ছিল, সংবাদপত্রের প্রথম পাতায় বিজেপি এমন বিজ্ঞাপন দিয়েছে যা মিথ্যা, বিভ্রান্তিকর, তৃণমূলের জন্য অবমাননাকর। সেখানে যে শব্দ প্রয়োগ হয়েছে, তা তাতে ভোটাররা ভুল বুঝতে পারেন রাজ্য সরকারকে।





